অন্বয়
সুজয় কুমার দাশ
সূর্যাস্ত থেকে সূর্যোদয় —
খানিকটা ঋণাত্মক মুহূর্ত ।
তাই বলে তুমি চুপচাপ হাত-পা গুটিয়ে বসে নেই ।
তুমি স্বপ্ন দেখতে জানো ধ্বনাত্মকভাবে ।
আর তা জানো বলেই
ভোর হয়ে ওঠে নিয়মমাফিক ।
তাই এমনি করেই চেয়ে দেখো,
আর সব অন্ধকারে ।
কালো খাঁচার রন্ধ্র বেয়ে
আলো আসতেও পারে ।।
*************************
সুজয় কুমার দাশ