এ যেন এক দুঃস্বপ্ন
কল্যাণী ঘোষ
গভীর রাত, নিস্তব্ধ -নীরব
নিবিড় সত্য করি অনুভব,
ভাবিনি এমন এক দুঃস্বপ্ন
ঘুম ভাঙাবে আমার,
স্বজন হারা মানুষের আর্তনাদ,
কাঁদাবে আমায় ……..
মানুষ যেমন অসহায় মৃত্যুর কাছে
তেমনি অসহায় প্রকৃতির কাছে,
প্রকৃতিও যেন আজ
নীরবতা পালন করছে,
নির্দোষ মানুষের মৃত্যু দেখে।
আমরা সমাজবদ্ধ জীব,
সমগ্র মানবজাতি নিয়ে গড়া সুন্দর এই পরিবার…….
সেই পরিবারের সদস্য আমরা,
কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষের
‘অসচেতনতা’ কলঙ্কিত করে সমগ্র মানবজাতিকে………
লজ্জার আবরণে মুখ ঢাকতে হয় মানবতাকে।
তাই আজও “বিচারের বাণী”
নীরবে নিভৃতে কাঁদে……..
একান্তে, সততার আদালতে।
****************************************
কল্যাণী ঘোষ, নৈহাটির বাসিন্দা, গান করতে ও কবিতা লিখতে এবং পড়তে ভালবাসে।