Shadow

কাগজের তরী – সহেলী মুখার্জি

p.c. face book

কাগজের তরী 

সহেলী মুখার্জি 

আকাশ পথে বাদল বাউল আসি
সন্ধ্যাপ্রদীপ মেঘ চাদরে ঢাকি
বৃষ্টিমুখর সভায় ছন্দে ছেয়ে
কাগজের ওই নৌকা চলেছে বেয়ে।
কোন ঘাটেতে ভিড়বে তরী খানি
হাওয়ার সাথে বন্ধু হৃদয় জানি
যাত্রাপথের জমাট পলির চরে
দাঁড়িয়ো ক্ষণিক একটি বারের তরে।
ঝড়ের কাছে বিদায় নেবার বেলায়
নিরুদ্দেশের অসীম অবোধ খেলায়
হঠাৎ যদি পাও পথিকের দেখা
বলবে তারে করছি তার অপেক্ষা।
স্রোতের দেশে তোমার অভিসার
পরম্পরায় মিশেছে যুগান্তর,
আলিঙ্গনের আকুল সম্মোহন
মিলন মোহে মত্ত সমর্পণ। ।
****************************

সহেলী মুখার্জি পরিচিতিঃ স্কুল শিক্ষিকা,নিবাস-ব্যান্ডেল/হুগলি,শখ-লেখা এবং গান করা

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!