Shadow

কবিতা – দীপন  মিত্র

p.c. European lighting

কবিতা – দীপন  মিত্র

লাইমলাইট

সুরার গেলাসে ভাসা যে দেখেনি বরফ-রূপসী,
হালকা মেঘের ফাঁকে যেন বা দিয়েছে উঁকি শশী।
সিলিঙের থেকে ঝোলা নেশাগ্রস্ত ঝাড়লন্ঠনের
লাইমলাইটে দোলা কোনোদিন দেখেনি যে জনে।
যার পা পিচ্ছিল নয় পানশালার মেঝেতে কখনো,
সাদা সার্ট গাঢ় প্যান্ট, কণ্ঠে টাই স্মার্ট সুদর্শনও।
প্রদীপবাবুর হাত ঢালেনি তো যে সুরা ফরাসি,
অথবা দেখেনি দীর্ঘা মেয়েটির নাক্ষত্রিক হাসি।
কেন সে যে বেঁচে থাকে কেন দিন রাত হয়, ধ্যুস,
চাই না ওদের যারা কোনোদিনও হয়না বেহুঁশ।
———————————————————–

এসো ও আনন্দ, আজ

এসো ও আনন্দ, আজ – তোমার যেমন খুশি বেশে।
গাছে গাছে ক্রিসমাস, লাল নীল টুনি থোক-থোক
টেবিলে টেবিলে মেঘ, বিদ্যুৎচমক যেন কেশে।
আলোর চিৎকারে খোলে সরু দরজা, পেন্টিঙের স্ট্রোক,
তোমার একশো নাম লিখি আমি কাগজ-রুমালে
ভাঁজ খুলতেই সাদা কপোতেরা ডানা মেলে ধরে
লোত্রেক বেরিয়ে আসে নীচে থেকে, সোনালি আড়ালে।
তারায় তারায় জোড়া স্বর্ণতারে র‍্যাঁবো নৃত্য করে,
হীরের অসংখ্য টুকরো ছড়িয়েছি অতীতের ঘরে
ক্ষয় নেই, মৃত্যু নেই, আসি দস্যুদের কলেবরে।
শিমুলপুর থেকে সোজা চলে গেছি বরিশালে
মুক্তিবোধ হেঁটে যান চম্বলের খোওয়াইয়ের ঢালে।
অনেক অতৃপ্ত বুক মধ্যরাতে ঘোরে কলকাতা
খিদিরপুরের থেকে ছুটে যায় টালার মাথায়।
*************************************

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!