Shadow

আকাশ ও মেঘ – দিলীপকুমার মিত্র

pc .. face book

আকাশ ও মেঘ

দিলীপকুমার মিত্র

আকাশের মুখ কালো কেন আজ
মনখানি তার খারাপ না কি? 
মেঘের আড়ালে লুকিয়ে চুরিয়ে
টুপটাপ জল, বোবা কান্না কি?
নয়নের জল উষ্ণই হয় –
এ জল তো দেখি তুষারশীতল! 
আকাশরোদন তাহলে এ নয়।
তবে কি আকাশ হিমসুশীতল
মেঘের পরশ পেয়েছে হৃদয়ে!
সেই হিম ঝরে আমাদেরও গায়ে
মেঘের আঁচল আড়াল করেছে
ভানুর ভ্রুকুটি নীল আবছায়ে।।
*********************************

দিলীপকুমার মিত্র পরিচিতি – পৃথিবীর আলো দেখা ১৯৬৬ সালে। বেড়ে ওঠা এবং পড়াশোনা বর্ধমান শহরে। পেশায় একটি সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠানের আধিকারিক। নেশায় পাঠক। শখে লেখালেখি। 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!