Shadow

এসেছে কমনীয়তা আজ – দীপন মিত্র

PC Samakal










এসেছে কমনীয়তা আজ

দীপন মিত্র

এসেছে কমনীয়তা আজ-ঘরে বসাবো কোথায়?
শনিগ্রস্ত এক ফালি ঘেরা এই বারান্দা আমার!
এখানেই খাই,বসি,মরি বাঁচি যেমন তেমন
অশুভ বাতাস দেয় থেকে থেকে ঝরে শুষ্ক ফল
কখনো বা গালাগাল,জন্তুদের ভীষণ গর্জন
ভয় পেয়ে কেঁদে ওঠে আমার শৈশব থরোথরো
তবুও কমনীয়তা আসে! ঘরে? ছাড়ে না আমাকে
ঢুকে পড়ে নৌকা-ঘাট,সিঁড়িতে সে বসে থাকে একা
চুপি চুপি বসে পড়ি অন্য ধাপে-নদী ভাঁটি যায়
তার দিকে চেয়ে দেখি,এত আলো,এত ভালো
অবিশ্বাস্য মনে হয়;পোকা খাওয়া বই,এ জীবন! 
গোধূলির ছায়া পায়ে পায়ে বরানগর তখন
মই চড়ে রং দেয় আকাশে,সেতার বেজে ওঠে।
******************************************


2 Comments

  • Bidyut Pal

    “আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর!” অতুলপ্রসাদ লিখেছিলেন।
    খুব ভালো লাগল দীপন।
    “সিঁড়িতে সে বসে থাকে একা
    চুপি চুপি বসে পড়ি অন্য ধাপে …” এত সিনেমাটিক! সোভিয়েত বা ইস্ট ইওরোপিয়ান ফিল্মগুলো মনে পড়ে।

  • Surajit Sarkhel.

    এত সুন্দর কবিতা কতদিন পরে পড়লাম।দারুন,মন ভাল করে দেওয়া কবিতা।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!