Shadow

নিবন্ধ প্রকাশনার নীতিমালা

নিবন্ধ প্রকাশনার জন্য নিয়মকানুন :

১) একমাত্র গল্প ও কবিতাই কল্পনার সহায়তায় রচনা করা যাবে।

২) অন্যান্য রচনার ক্ষেত্রে, রচিত বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করা আবশ্যক। এই প্রসঙ্গক্রম সরাসরি রচনায় বা সম্পাদকের বিবেচনাই চুড়ান্ত।

৩) রাজনৈতিক মতাদর্শ ও সেই সম্বন্ধীয় শ্লেষাত্বক রচনা( তা সে যতই সাহিত্যগুণ সম্পন্ন হোক) কোনোভাবেই  প্রকাশিত হবে না।

৪) ধর্ম সংক্রান্ত রচনায়, কোন ধর্মের প্রতি কোনো প্রকার বিরূপ মন্তব্য লক্ষিত হলে তা প্রকাশিত হবে না।

৫) লেখা ওয়ার্ড ফাইলে,অভ্র সফটওয়্যারে UNICODE এ টাইপ করে পাঠাতে হবে।

৬) লেখার সাথে এক কপি রঙিন ছবি ,স্বল্প লেখক পরিচিতি, ই-মেইল আই ডি এবং ফোন নাম্বার দেবেন।

যে কোন  লেখা একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, কুলায় ফেরা কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন।।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!