Shadow

পূর্ণিয়া বইমেলা – ২-৩ এপ্রিল ২০২২: বিদ্যুৎ পাল

PC: INTACH, Purnea Chapter

পূর্ণিয়া বইমেলা – ২-৩ এপ্রিল ২০২২

বিদ্যুৎ পাল

সীমাঞ্চলে জুটেছিলাম বাংলা বইয়ের মেলায়
দু’টি দিন মনের পসরা ছিল ভাট্টাবাড়ি।
মায়ের ভাষা বুকে রাখলে বিশ্বসীমাহীন;
সবাই বাঁচার খোরাকগুলোর চোরাচালানকারী!
কে যেন বলল,“এটা সতীনাথের পাড়া”!
সত্যিই তো,ধ্যাষ্টামোর জায়গা ছিল না।
বাংলার আঁচলে কেমন হিন্দি পেল কোল;
কুশীর হাওয়ায় জট-জটিনের উড়ছিল তৃষ্ণা।
হিন্দিভাষী মেয়েরা তাদের বান্ধবীদের সাথে
প্রাণ মিলিয়ে গাইল মহোৎসবের আমন্ত্রণী
এ দৃশ্যই তৈরি করি আমরা সবখানে;
ঐক্য দেখে সটকে পড়ে আধিপত্যের ফণী। 
সাহিত্যরসসিক্ত এই কুশীর জীবনধারা
দুটি ভাষার শ্রেষ্ঠ দুই যোদ্ধার সাঁতার।
এমনই সব সীমা যেন ব্যস্ত আঁতুড় হয়,  
মানুষকে তার লড়াইগুলোর প্রান্তিকে বুঝবার।
****************************************

বিদ্যুৎ পাল পরিচিতি
জন্মতারিখ ২৪শে জুলাই ১৯৫২। জন্মস্থান পাটনা (বিহার)। পড়াশুনো সবটাই পাটনায়। চাকরি  ব্যাঙ্কে,বর্তমানে অবসরপ্রাপ্ত। সারাদিনের ব্যস্ততায় শামিল নিজের লেখালিখি,পড়াশুনো,বিহার হেরল্ডের সম্পাদনা,দেশবিদেশের সঙ্গীত শোনা,বইপত্র সম্পাদনা। বিভিন্ন পত্রিকায় কবিতা,গল্প ও প্রবন্ধ (প্রবন্ধটা অবশ্য বাংলা,হিন্দী এবং ইংরেজি,তিন ভাষাতেই লিখতে হয়) প্রকাশিত। আপাততঃ ইংরেজি সাপ্তাহিক ‘বিহার হেরল্ড’এর সম্পাদক,ও বিহার বাঙালি সমিতির মুখপত্র ‘সঞ্চিতা’র যুগ্মসম্পাদক।


 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!