ভিতরমহল
দীপান্বিতা দত্ত
খোলা আকাশ,এক উঠোন,এক ছাদের মাঝে
প্রতিদিন রাত্রি এসে বসে সং সেজে
সময় না সমাজ বোঝা বড় ভার
কে যে কার ছলনার শিকার ।
ধীরে ধীরে খোলস খোলে অস্থির সময়
মন্ত্রের মতো কেঁপে ওঠে ভিতরমহল
তার দম্ভকে মান্যতা দিয়েছি যতবার
নিশুতি রাত জুড়ে হিম পড়েছে ততবার ।
পৃথিবী তুমি যেমন আছো তেমনি থাকো ভালো
এই মহাশূন্যে অগণিত তারাদের ভিড়ে
দুঃখের সাথে সহবাস করতে করতে
বেলাশেষের শেষ স্মৃতি টুকু নিয়ে
স্বাবলম্বী হবে পুরোনো ব্যথারা
অপার প্রত্যাশাতে বাধে , যত গোলযোগ
ধুয়ে মুছে যাক –সব অবাঞ্ছিত ক্ষত
চলার পথে মনোবল থাক অক্ষত ।
*********************************
হে সুন্দর !
দীপান্বিতা দত্ত
আকাশ কাঁদুক বাতাস কাঁদুক
ত্রিভুবনে উঠুক যতই প্রলয় ঝড়
দু’নয়নে দেখবো তোমায়
হে প্রকৃতি ! হে সুন্দর!
অঝোর ধারায় বৃষ্টি এলে
মনটা করে উথাল পাতাল
বাগান জুড়ে শিউলি,টগর,র্তুলিকা
ভেজা মাটির গন্ধে মাতাল পিপিলিকা ।
মুচকি হেসে কথা বলে গোলাপ,জবা,বেলি
ভালোবাসার ম্যাজিক ছোঁয়াই বাগান সাজায় মালি
ভোরের আলো ফোটে ভৈরবী রেওয়াজে
কোজাগরী রাত হাঁটে জ্যোৎস্নার সাজে ।
চাঁদের চারণ দেখে ঋতুর আগমন
ঈদ,একাদশীর নানান ব্রত পালন
পুঁথি,উপন্যাসের পাতায় লিখেছেন গুনীজন
রসিকতা নয় সবটাই জীবন দর্শন ।
**********************************************
দীপান্বিতা দত্ত – জন্ম আসামে,বিবাহসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন ৷ সংসারের সব রকম গুরু দায়িত্ব সামলেও কবিতার মধ্যেই তিনি নিজের মনের মুক্তি খুঁজে পান ৷ আর এই ভালোবাসা ছোট বেলা থেকেই ৷ গানেও তাঁর অসীম আগ্রহ এবং এখনও নিয়মিত চর্চা করেন ৷