গোলাপের ঈর্ষা
দীপন মিত্র
ভিখিরি করেছ তুমি,গোলাপের ঈর্ষা
আমি তো উত্তরবাসী,বনেদি জেনো হে
তোমাদের রাজধানী,বুরুজ,গম্বুজ
আমার জগতে নেই, আমি আছি তবু
মেঘের আড়ালে থাকা নক্ষত্রের মতো
তোমারই তো মনে! নই আশ্চর্য সম্পদ?
তোমার স্মৃতিতে আছি ভোরের তারাটি
পল্লব-বেষ্টিত লেবু ফুল যেন দোলে
প্রশান্ত সাগর তীরে যার ঘরখানি
তেমনই লাবণ্যে আছি, সরল আনন্দে
একটি জাহাজ আসে আমার দুয়োরে
তারারা জড়ায় তার মাস্তুলে, রজ্জুতে।
**************************************
রাত্রির গর্জাস রূপে
দীপন মিত্র
রাত্রির গর্জাস রূপে নয়ন ধাঁধিয়ে যায় প্রায়
নক্ষত্রের কাচুলিতে আবৃত ঊর্ধ্বগ কুচযুগ
কিরণ কিরীটি শিরে,ললাম অঞ্জনচক্র ছেয়ে
সীতাহার ঢাকে স্তনবিভাজিকা;চকিত তড়িৎ
ছোটে রাতে;চমৎকৃত বাজুবন্ধ খুলি খুলি যায়
শ্বেতাভ শাঁখার বালা সফেন ঢেউয়ের মতো আসে
কটিবন্ধে ঊর্মিমালা উচ্ছ্বসিত বঙ্গোপসাগর
আভূষিত রাত্রি যবে নৃত্য করে অঙ্গুরীয় ছোঁড়ে
তারার জ্যোৎস্নার মতো আলোখণ্ড দিগন্তে আকাশে
কবরীভূষণ কাঁপে,কর্ণিকা,নোলক বাজে নভে
মঞ্জীরা বাজায় ক্ষুদ্র ক্ষুদ্র ঘণ্টা নিদ্রিত ভুবনে
************************************************