Shadow

ঝরা পৌষের চারণ – মণি ফকির

ঝরা পৌষের চারণ

মণি ফকির
…………………….. 

বিষাদ ছুঁয়েছ চোখ, 
নাকে ফসলের ঘ্রাণ। 
অবিরত ভাঙে শোক, 
বুকে কার্তিক অঘ্রাণ। 
চরণ চেয়েছে জল। 
মুক্তিযুদ্ধে শুদ্ধি খোঁজেনি, 
রুদ্ধ শ্বাসের দল।
চোরাবালি মন দেখে প্রিয়জন
তলিয়ে যাওয়ার আগে।
এখনও স্থায়ীর কোমল নিষাদ
নিষ্কলঙ্ক লাগে।
এখানেই কবিতা থামবে আর তারপর একটা চারণ।
ইন্টারল্যুড থেকেই ধরি?
……………………………

মাঘের বাতাসে আদুরে শীত
পরিযায়ী পাখিরা এখনও
ফেরার কথা ভাবেনি। 
তোমার আবার বেরিয়ে পড়ার কাল।
শুনেছি এবার নাকি মেঘের দেশে?
কলাবতীর মধুর চলনে, 
সোহগী ধানের ফলনে;
তোমার মুক্তি স্নান।
আবার তোমার পরবাস।
মৃদু লয়ে চলে শ্বাস।
ভালো কথা, একটা পাথর এন
আর এক আঁজলা নদীর নীর।
আবার কোনো অজানা বাঁকে
মৌসুমী ভেসে যাওয়া,
এক অনামী সন্ধ্যায়।
ঝরা পৌষের চারণ। 
একলা শোনায় বারণ। 
********************************

মনি ফকির

মণি ফকিরের জন্ম শিল্পনগরী বার্ণপুরে। সাহিত্য চর্চার অভ্যাস ছাত্র জীবন থেকেই। অনুপ্রেরণা মা ও মামার কাছ থেকে। প্রথম কবিতার বই *মণি ফকিরের পদাবলী* প্রকাশিত হয় ২০১৮ পূজোয়। গল্পকারের মূল বৈশিষ্ট্য তার গল্প বোনার ও বলার সাবলীল ধরন। গল্পের শেষে কিছু না বলা কথার প্রচ্ছন্ন ঈঙ্গিত মানুষকে ভাবতে বাধ্য করে।।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!