Shadow

ব্যাখ্যাহীন মনস্তত্ত্ব – অর্চনা মহান্তি

ছবি: ফেসবুক

ব্যাখ্যাহীন মনস্তত্ত্ব                         

অর্চনা মহান্তি

অসহ্য অস্থিরতায় খাবি খায় প্রত্যেকটি দিনরাত,
বিরক্তিবোধে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মন,
বিতৃষ্ণা গজিয়ে ওঠে ভালো লাগার সবুজ উপত্যকায়।

এভাবে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে ক্রমশ বেঁচে থাকা,
হতাশার কালো মেঘ থেকে বিষাক্ত বৃষ্টি ঝরে অবিরাম,
অসহনীয় হয়ে উঠেছে যার নাছোড়বান্দা ছোবল,
তবু প্রাত্যহিক কান্নার অবসর মেলে কই?

ইদানিং যুদ্ধের ময়দানটাই গৃহস্থালি
অদৃশ্য শত্রুর সঙ্গে অসম মোকাবিলাই জীবনযাপন
তারপরও কি করে জানিনা,পড়তে ভালো লাগে ভালোবাসার সাতসমুদ্র-তেরো নদী রূপকথা।
এ কেমন রহস্য!
************************************

অর্চনা মহান্তি পরিচিতি: বাঁকুড়া জেলার হিড়বাঁধ গ্রামে জন্ম। বাবা শ্রী ফণীভূষণ মহান্তি,মা শ্রীমতী সরোজিনী মহান্তি। পারিবারিক ভাবে সাহিত্য পাঠের সুন্দর পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। কলেজ জীবনে লেখায় হাতেখড়ি।
তিন বছর আগে অসুস্থতার অবসাদ কাটাতে আবার কলম হাতে তুলে নেওয়া। ছন্দ,গদ্যকবিতা ও ছড়ায় সাবলীল ভাবে লেখা তিন বছরের ফসল এক হাজারেরও বেশি কবিতা,কয়েকটি গল্প ও রম্য রচনা। তারই কিছু বহু প্রশংসিত কবিতা দিয়ে বই ‘উত্তরণ’ প্রথম প্রয়াস।


error: বিষয়বস্তু সুরক্ষিত !!