Shadow

মিলিয়ে যাওয়া – সুবীর গুহ

pc.. News 18 Bengali

মিলিয়ে যাওয়া

সুবীর গুহ

সেই কবেকার ছোট্ট কথা
   আজো তাকে দগ্ধ করে,
সেই কবেকার মলিন স্মৃতি
     হৃদয়-জোড়া, সংগোপনে।

অনেক কথায় সায় ছিল না
     আকাশে তার মুক্তি ছিল,
অনেক কথা,কথার কথা
     তবুও তার যুক্তি ছিল।

হাতে তখন অনেক তুলি
     রংয়ের বাহার হৃদয় জোড়া,
হাতের ভাগ্য কপাল ছুঁয়ে
     সবাই অশ্বমেধের ঘোড়া। 

গড়ের মাঠে রোদ পোহানো
     শীতের দুপুর অলস সময়,
সবই এখন ছবির মতো
     এখনও দুই চোখের কোনায়।

গান গেয়েছি–কি গান গাব? 
     রবীন্দ্রগান আমার প্রিয়,
চারদিকে যা ছড়িয়ে আছে
     সেখান থেকেই একটু দিও।

চোখের শিরায় অনেক অসুখ-
     সেই কবিতাও পাঠ করেছি,
আধেক ধরা পড়েছিলাম
      আধেক আজও রইল বাকি।।
***********************************

সুবীর গুহ পরিচিতি
জন্ম ১৯৫২ সালে৷ মামাবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হওয়া সুবীর বাবু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক৷ ছোট থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলের ছাপ তাঁকে ক্রমশঃ আকৃষ্ট করে গানবাজনা,খেলাধূলা,সাহিত্য সবকিছুতেই৷ পরিণত বয়সে তার প্রকাশ ঘটে বিভিন্ন লিটল্ ম্যাগাজিনে যেমন-কর্ণ,পথে-প্রান্তরে,চর্যাপদ,আঞ্চলিক দর্পণ ও আরো নানা পত্রপত্রিকায় যা সমাদৃত হয়৷ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যুগলবন্দী’ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মপরিচয় ও অন্যান্য কবিতা’ ইতিমধ্যেই প্রকাশিত এবং যথেষ্ট সমাদৃত৷ তাঁর আরো একটি বই প্রকাশের কাজ চলছে৷

error: বিষয়বস্তু সুরক্ষিত !!