সাদা কালো
দেবাশিস দণ্ড
অবশেষে বাড়িটা ছেড়ে বেরিয়ে এলাম
নরম খড়ের বিছানায় শুয়ে।
আমার কতদিনের শখ পূরণ হল–
একটা মৃত্যু
এবং একটা নরম খড়ের বিছানা।
জীবদ্দশায় কতবার পুড়েছি
কেউ দেখেনি।
প্রেমে অপ্রেমে ব্যর্থতায়…
এমনকি সাফল্যেও।
মানুষ তো দাহ দেখতে আসে
দহন নয়।
আমি নিম্নবিত্ত হয়ে বেঁচেছিলাম
মরেও তো কোন রাজা বাদশা হয়ে যাইনি।
অতএব শহরের শেষ প্রান্তে
কাঠকুটোর চিতায় তোলা হল।
দহন অনেক সয়েছি
এবার দাহ।
কুণ্ডলি পাকিয়ে বাতাসে উড়ছে
সাদা ধোঁয়া কালো ধোঁয়া।
জীবদ্দশায় অর্জিত যা কিছু অমল ভালোবাসা
কবিতার মতো আমার সাজানো বর্ণমালা
যা কিছু শুদ্ধ স্পর্শ —
আজ সাদা ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে
বাসাহীন ঠিকানায়।
বীভৎস প্রবঞ্চনার মুখে দাঁড়িয়েও
যা যা বলতে একদিন ভয় পেয়েছি
যা কিছু চিৎকার হয়ে জমেছিল বুকে—
এবং যা কিছু
সঞ্চিত অবহেলার নুড়িপাথর—
আজ কালো ধোঁয়ার পাক হয়ে
আকাশ ছুঁতে চাইছে।
লাল নীল হলুদ সবুজ সুতোয় বোনা
আমার এতদিনের পোশাকটা
খুলে নেওয়া হয়েছে।
পোশাকের আড়ালে থাকা
এক সাদাকালো জীবন গাইছে
রবি ঠাকুরের গান –
ওই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়….
************************************
দেবাশিস দণ্ড পরিচিতিঃ
জন্ম ২০ আগস্ট ১৯৬৭,পেশা শিক্ষকতা। ১৩ বছর বয়সে বাবার দেখাদেখি কলম ধরা। এপার ওপার দুই বাংলার বহু বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রিকায় কবিতা প্রকাশিত। আঞ্চলিক উপভাষায় লেখা অসংখ্য কবিতা রয়েছে, যেগুলি বাচিকশিল্পী মহলে সমাদৃত। শালবেলা, আমরা দুজন একটি গাঁয়ে থাকি,শনি ঠাকুর রবি ঠাকুর,ব্যইললে হবেক?,মিঠে কথা মেঠো সুর ইত্যাদি কবিতার অ্যালবামগুলি দারুণ জনপ্রিয়। জি বাংলা,ইটিভি বাংলা,ডিডি বাংলা ইত্যাদি বেশ কয়েকটি প্রথম শ্রেণীর টিভি চ্যানেলে কবিকন্ঠে কবিতা পরিবেশিত হয়েছে। প্রকাশিত কবিতার বই : ঠোঁটকাটার নোটবুক,ঝাড়ের বাঁশ,শব্দ শতাব্দ,বনফুল ইত্যাদি।
অপূর্ব