Shadow

কবিতা – দীপান্বিতা দত্ত

pc.. pexels

শুধু তুমি একা নও

দীপান্বিতা দত্ত 

শুধু তুমি একা নও,আমিও সাথি
তোমার এই পথ চলায় 
চলো,ভেঙে ফেলি স্বার্থের সংঘাত 
ঝরনার গান শুনে কাছে দাঁড়ায় 
ভোর পাখির কলতানে 
সমবেত কণ্ঠে সুর মেলায়।
ভুল শব্দের সব মহিমা ছিন্ন করে 
একবার গিয়ে বসি বোধি বৃক্ষের ছায়ায়
পাতা ঝরার আগে মেধা ও মননে 
চিত্ত শুদ্ধ করি নব অঙ্গীকারে।
জানি শতপাঁকে হৃদয় যাবে ক্ষয়ে 
এই মহা দুর্যোগে থাকি সমব্যথী হয়ে।
***************************************

হঠাৎ কখনো

দীপান্বিতা দত্ত 

পশ্চিম দিগন্তে হেমন্তের 
গড়িয়ে যাওয়া ক্লান্ত বিকেল 
জানালার ফাঁক দিয়ে যতদূর দেখা যায়
সূর্যাস্তের অচেনা রঙের সাজ
সীমান্তে এঁকে দেয় রঙিন কোলাজ।
অপরাহ্নের মায়াবী আলো আর
হিমেল হাওয়াই দিনান্তের ক্লান্তি ঘিরে 
নেমে আসে অন্ধকারের নম্র বিষাদ 
জ্যোৎস্না নিভিয়ে চাঁদ অকারণে 
ছুটে যায় মেঘের গুহায় 
দৃশ্যাবলী দেখতে দেখতে হঠাৎই 
কেঁপে ওঠে শরীর ও মন 
প্রাত্যহিক বিরক্তিকর একঘেয়েমির
বেড়াজালে পিষ্ট হতে হতে কখন যেন 
হারিয়েছি জীবনের সুর ও ছন্দ 
তবু প্রিয় আত্মজার মুখের হাসি 
কাঙ্খিত পুরুষের পথ চেয়ে চেয়ে
দীর্ঘ প্রতীক্ষা,প্রিয় শয্যার উত্তাপ 
সংসারের নিয়ত প্রাপ্যটা মেটাতে মেটাতে 
****************************************

দীপান্বিতা দত্ত – জন্ম আসামে,বিবাহসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন ৷ সংসারের সব রকম গুরু দায়িত্ব সামলেও কবিতার মধ্যেই তিনি নিজের মনের মুক্তি খুঁজে পান ৷ আর এই ভালোবাসা ছোট বেলা থেকেই ৷ গানেও তাঁর অসীম আগ্রহ এবং এখনও নিয়মিত চর্চা করেন ৷

error: বিষয়বস্তু সুরক্ষিত !!