ব্রডগেজ
সহেলী মুখার্জি
ট্রেন বগিটার জানলা গুলো আজও
তাকিয়ে থাকে দূর অজানার দিকে,
গল্প গাথা ছড়িয়ে ছিটিয়ে আলাপ
বহুরূপীদের শহুরে ছদ্মবেশে।
মনের স্পর্শে একসাথে পথ চলা
শেষ বিন্দুটা মিলবে না তা জানি,
তবু এই পথ তোমার আমার কথা
হাজার শব্দে ব্যাকরণ কানাকানি।
সহস্র মুখ রোদ পর্দায় আড়াল
বৃষ্টিভেজা অবাধ্য ঝাপটারা,
জোৎস্না আলোর হঠাৎ আনাগোনা
কালো মেঘের আদুরে আসকারা।
কত রাত জাগা দু চোখ ভরা কাজল
পথের বাঁকে আঘাত টা গেছে ভুলে,
ব্যস্ত কাজের জীবনের আলপথে
তোমার আমার গল্পের মাস্তুলে।।
************************************
সহেলী মুখার্জিঃ স্কুল শিক্ষিকা,নিবাস-ব্যান্ডেল/হুগলি,শখ-লেখা এবং গান করা