Shadow

অন্ধকার গুহা – পূর্ণ দে 

pc.. নয়া দিগন্ত

অন্ধকার গুহা

     পূর্ণ দে 

প্রখর রোদ্দুরে পোড়া মাটির গন্ধ
আকাশে মেঘেরা দেয় হাতছানি
লেখা হয় জন্ম জন্মান্তরের ইতিকথা
ঘুরেফিরে শস্য হীন মাঠের ব্যর্থ কাহিনী

নগরেবন্দরেশহরে জনতার কোলাহল
হারিয়ে যায় আগামীর সমস্ত পথ
রাষ্ট্রের প্রচ্ছন্ন মদতে বারংবার ——-
ছিন্নভিন্ন করে শ্রমিকদের গুপ্ত শপথ 

বস্তির ছোটো ছোটো ঝুপড়িগুলি
প্রতিনিয়ত ঝিমায় রোগ অসুখে
জীর্ণ দেওয়ালের ঘুটঘুটে অন্ধকার গুহা
জেগে ওঠে নাগরিক সভ্যতার সুখে 

শোষণ শোষিতের গল্প চিরকাল
শুয়ে থাকে কঙ্কাল বিছানো রাস্তায়
মিছিল আর শ্লোগানে মুক্তির আহ্বান
তবু শ্রমিকের ঘামরক্ত মালিকের মুনাফা।
**************************
পূর্ণ দেঃ
আরামবাটি। নিমপুরা
খড়্গপুর,পশ্চিম মেদিনীপুর
 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!