Shadow

মুখ বদল – অঙ্কন দন্ড 

 

pc..123RF

   

       মুখ বদল

            অঙ্কন দন্ড 

সময় স্রোতে পাল্টে ফেলি মুখ
তাই তো আমি ভিলেন কারোর কাছে,
কেউ বা আবার ভাবছে আমায় হিরো,
জানবে না কে মুখোশ তলে আছে।

সময় বুঝে পাল্টে যাওয়ায় রীতি,
স্থির নদীতে শ্যাওলা বানায় বাসা।
বুকে নিয়ে সাগরসম ঢেউ
নতুন সাজে পাড়ের কাছে আসা।

কারোর কাছে সবটা আমি মেকি,
কেউ বা ভাবে আমায় সত্য প্রতীক।
ভালোবেসে তুলবে মাথায় কেউ,
কেউ বা মনে জানায় শুধুই ধিক্।

নতুন আঘাত জোগায় নতুন মুখোশ
বাঁচতে সুখে বদল হওয়া চাই,
প্রবল বেগে বইতে চাওয়ার সাধে
মায়ার পাড়ে ভাঙন ধরে তাই।
********************************
অঙ্কন দন্ড
অঙ্কন দণ্ডঃ জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা “ছোটদের পাতা” শীর্ষক-এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা “ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!