দলমাপাহাড়েরকোলে,পাহাড়কেটেকরাইস্পাতনগরীভারতবর্ষেরমানচিত্রেশিল্প–শহরহিসেবেযথেষ্টগুরুত্বপূর্ণ। ইস্পাতনগরীহলেকিহবে?-এখানকারমানুষগুলিকিন্তুলৌহমানবনয়। লোহাতৈরীরসঙ্গেসঙ্গেপ্রায়প্রতিটিঘরেইরয়েছেসূক্ষ্মশিল্পকলারসমাদর। প্রায়সকলেইনিজেরাওনানারকমেরশিল্প–কলারচর্চায়নিজেদেরযুক্ততোরাখেনই,ঘরেঘরেছেলেমেয়েরাওসঙ্গীত,নৃত্য,বাদ্য,অঙ্কন,আবৃত্তি,নাটকসমস্তধরনেরচারুকলাইপড়াশোনারপাশাপাশিতীব্রআগ্ৰহেএবংভালোবাসায়চালিয়েযায়। এহেনইস্পাতনগরীতেবছরবছরনানাচারুশিল্পকলারবিবিধপ্রদর্শনী,অনুষ্ঠান,প্রতিযোগিতালেগেইথাকে।এরকমইএকটিপ্রতিযোগিতারসঙ্গেযুক্তবিভাস।লৌহনগরীরদক্ষিণপ্রান্তেরউপ–নগরীরএকটিবিখ্যাতক্লাবইমনকল্যাণসঙ্ঘআয়োজিতপ্রতিযোগিতাইস্পাতনগরীরযথেষ্টমান্যগণ্যপ্রতিযোগিতা।ইমনকল্যাণসঙ্ঘইস্পাতনগরীরবেশপুরোনোএকটিক্লাবএবংছোট্টশহরটিরসাংস্কৃতিকআন্দোলনেএরবেশবড়োএকটাভূমিকারয়েছে। ইস্পাতনগরীরদক্ষিণতমকোণেঅবস্থিতএইউপনগরীটিকিন্তুইস্পাতনগরীরসমস্তঅঞ্চলেরমধ্যেসবচেয়েবেশীমনোরম।একেবারেপাহাড়কেটেইএইউপনগরীরপত্তন।পাহাড়েরউঁচুনীচুঢালে,গাছগাছালিতে,চওড়াপরিচ্ছন্নরাস্তায়এইঅঞ্চলটিএকেবারেছবিরমতো।কারাখানাটিওচমৎকার,ঝাঁচকচকে,চরমআধুনিকপ্রযুক্তিএবংসরঞ্জামেভরা–রাস্তারবাঁকেবাঁকেনয়নাভিরামগাছেরসারি,সুদৃশ্যবাংলোকোয়াটার্সগুলি,একতলাজোড়াকোয়াটার্সকিংবাসুন্দরচারতলাফ্ল্যাটসিস্টেমেরকোয়াটার্সগুলিওটাউনশিপেরশোভাবর্ধনকরে।কোথাওকোথাওকোয়াটার্সরাএকটুঘনহলেও,সামনেরচওড়ারাস্তায়আরবড়োবড়োমহীরুহেরসন্নিবেশঘিঞ্জিকলোনীরঅসৌন্দর্যেরহানিঘটায়। মোটকথাইস্পাতনগরীরদক্ষিণেরএইউপনগরীটিপ্রাকৃতিকসৌন্দর্যেএবংপরিকাঠামোগতচারুশীলতায়অত্যন্তদৃষ্টি–নন্দন,মনোহারী। স্হানেরবর্ণনাশেষেএবারআসিকালএবংপাত্রেরবিবরণে। আগেইবলেছিযেইমনকল্যাণসঙ্ঘইস্পাতনগরীরএকটিপুরোনোক্লাবএবংযথেষ্টঐতিহ্যসম্পন্ন।এইইমন–কল্যাণেপ্রতিযোগিতাঅনুষ্ঠিতহচ্ছে,সময়টামার্চ–এপ্রিল।মূলতঃসঙ্গীত,নৃত্যএবংআবৃত্তিএসবেরইপ্রতিযোগিতাহয়এখানে। বেলাদুটোথেকেশুরুহয়,শেষহওয়াটানির্ভরকরেপ্রতিযোগিতায়অংশগ্ৰহণকারীদেরসংখ্যারওপর।প্রতিযোগীরাওযেমনশহরেরবিভিন্নপ্রান্তথেকেআসেনতেমনইবিচারকেরাওশহরেরনানানজায়গাথেকেইআসেন।পুরুষবিচারকদেরসঙ্গেসঙ্গেমহিলাবিচারকদেরসংখ্যাওনেহাতকমনয়।প্রতিযোগিতাশেষহতেহতেযদিরাতহয়েযায়উদ্যোক্তাদেরকোনোএকজন,মহিলাবিচারকদেরবাড়িপর্যন্তপৌঁছেদেবারদায়িত্বনেন। বিভাসতেমনইএকজনকর্মীউদ্যোক্তা। মধুরিমাথাকেন ইমনকল্যাণসঙ্ঘেরতিনচারকিলোমিটারদূরে।তিনিনৃত্যবিভাগেরবিচারক।নৃত্যবিভাগেঅংশগ্ৰহণকারীবিপুলসংখ্যক।প্রতিযোগিতাশেষহতেহতেপ্রায়রাতবারোটা।বিভাসপ্রতিবছরইমধুরিমাকেরাতেবাড়ীপৌছেদেন।মধুরিমাথাকেনতাঁরনিজেরস্কুটারেআরবিভাসওঁরমোটরবাইকে।মধুরিমারবাড়িরসামনেঅবধিযাওয়ারকথাবিভাসের,মধুরিমাবাড়িপৌঁছেবাড়িরগেটখুলেঢুকেগেলেবিভাসতাঁরবাইকঘুরিয়েবাড়িরদিকেরওনাদেন। সেবারএকদিনেনৃত্যপ্রতিযোগিতারঅংশগ্ৰহণকারীদেরনাচশেষহলোনা। পরেরদিনমধুরিমাকেফেরযেতেহলোপ্রতিযোগিতারবিচারকরারজন্য।ইমনকল্যাণসঙ্ঘেরবাইরেযেপ্রশস্তবাগানসেখানেইপ্রতিযোগিতাশুরুরআগেসঙ্ঘেরসবউদ্যোক্তা,প্রতিযোগীএবংবিচারকেরামিলিতহন।মধুরিমাপরেরদিনদুপুরেদেখেনবিভাসবাবুকেমনবাজপড়াচেহারায়,বিভ্রান্তএকদৃষ্টিতেবাগানেরএককোণেদাঁড়িয়েআছেন। বিভাসেরঐঅস্বাভাবিকচেহারা,শরীরীভঙ্গিমাআরআচরণদেখেমধুরিমাএগিয়েতাঁকেজিজ্ঞেসকরলেন-“আপনাকেআজএমনলাগছেকেনবিভাসবাবু?”-বিভাসতখনচমকেভীতসন্ত্রস্তগলায়মধুরিমাকেযাশোনালেনমধুরিমাতাশুনেএকেবারেস্তম্ভিত। সেদিনরাতেরবেলায়মধুরিমাযখনতাঁরবাড়িরগেটপারহয়েসদরদরজায়লাগানোবন্ধতালাটিখুলেবাড়িতেপাদিয়েছেন,সেইসময়তেইবাইরেরঘরেরওয়ালক্লকেবারোবারঘন্টাধ্বনিহল। বিভাসবাবুতখনমোটরবাইকেরমুখঘুরিয়েতাঁরনিজেরবাসস্থানঅভিমুখে।মধ্য রাত্রিতে প্রয়োজনে বিভাসকে অনেক বারই কলোনীতে ঘোরাঘুরি করতে হয়েছে।কখনো মাঝরাতে বা গভীর রাতে স্টেশন থেকে নেমে বাড়ী ফেরৎ যেতে হয়েছে।বিভাস সাহসী না হলেও ভীতু নন,এমন যাতায়াত তাঁকে খুব একটা কিছু ভাবায় না। আর এই শহর তো তার আবাল্যের শহর,কলোনীর রাস্তার প্রতিটা কাঁকড় তাঁর চেনা,রাস্তায় চুরি-ছিনতাই এর কোনো বালাই নেই।অতএব নিশ্চিন্ত মনে বিভাস মনের আনন্দে ই গাড়ী ওড়ালেন।বিভাসকেতাঁরবাড়িযেতেবেশপাঁচকিলোমিটারমতোপথপেরোতেহবে। সেদিন কিন্তু একটু দূর বাইক চালানোর পরেই কিরকম জানি একটা অস্বস্তি বিভাসকে চেপে ধরতে লাগলো,চওড়া ঝকঝকে উত্তল,অবতল রাস্তা। বাইক এগোচ্ছে তার আপন গতিতে কিন্তু পরিবেশ কেন এমন থমথমে গুমোট বেঁধে রয়েছে? আগেও গভীর রাতে প্রয়োজনে যাতায়াতে কখনো তো এমন লাগে নি! রাস্তা তো তেমনই চওড়া ঝকঝকে কিন্তু আলো গুলো কেমন যেন ম্রিয়মাণ। মধুরিমা কে বাড়ী পৌঁছুতে নিয়ে যাবার সময় তো এরকম টা মনে হয় নি! তখন চারি দিকটা তো দারুন স্বাভাবিকই ছিল। আকাশের দিকে নজর মেলে দেখলেন আকাশে একটাও তারা নেই। গোটা আকাশ লাল হয়ে আছে।ঐ দক্ষিণ-পশ্চিম কোণে কি একটু মেঘ জমেছে?-তাহলে কি ঝড় আসছে? রাস্তার দু পাশের বড়ো বড়ো মহীরুহরা স্তব্ধ হয়ে অপেক্ষারত ঝড়ের আশঙ্কায়।অন্য সময় মাঝরাতেও বেশ দু চারটে বাইক নয়তো গাড়ী হুশ হাশ বেরিয়ে যায়।আজ কেউ কোত্থাও নেই। হঠাৎ কালো একটা কুকুর বিভাসের বাইকের সামনে এসে পড়লো।বিভাস বাইকের ব্রেক দিতেই কুকুরটা কেমন একটা আর্তনাদ করে বিভাসের দিকে চাইতেই বিভাসের হাড় হিম হয়ে গেল! দূরে কোন্ রাতজাগা এক পাখি কি বিশ্রী ভাবে ডেকে উঠলো! কানের পাশ দিয়ে একটা বাদুড়ই হবে বোধহয়,ঝটপট করে ডানা ঝাপটিয়ে বিভাসকে আরও হতভম্ব করে উড়ে গেল।অন্য রাত গুলিতে নিরিবিলি রাস্তায় উদ্দাম বাইক চালিয়ে বিভাস তাঁর সেই প্রথম যৌবনের আনন্দ উপভোগ করেন,কিন্তু সেদিন এ-সব কি হচ্ছে? চওড়া ঝকঝকে স্বপ্ন মায়াময় রাস্তাগুলি আজ যেন শ্মশানের নীরবতার পরিবেশে সাপের মতো লম্বা হয়ে নিজেদেরকে বিছিয়ে রেখেছে পাহাড়ের ঢালে–চড়াই উৎরাই এর ছন্দে। এই চেনা,খুব পরিচিত রাস্তাতেও বিভাসের বেশ কেমন গা ছমছম করতে লাগলো। উপ–নগরীরকলোনীতেঢোকারমুখেইরাস্তাযেখানেঅনেকটাউঠেআবারঢালুহয়েছেমেয়েদেরশিক্ষানিকেতনস্কুলেরঠিকসামনে–ঢালুরঐশেষেরপ্রান্তেসাদাবিন্দুরমতোকিএকটাদেখাগেলবোধহয়,এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সাদা বিন্দু টিকে মনে হতে লাগলো যেন একটা মনুষ্যমূর্তি। যাক্-বাবা বিভাস তা-ও একটু নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। বাইকেরসঙ্গেবিন্দুটিরদুরত্বকমহতেবোঝাগেলশুভ্রবসনাএকললনাদাঁড়িয়েসেখানে। আরোকাছেআসতেদেখাগেলসেহাতনাড়াচ্ছে,লিফ্টচাইছে। এবারবিভাসপড়লেনবিপাকে–এতরাতেসুন্দরী,সুসজ্জিতামহিলাকেলিফটদেওয়াঠিকহবেকিনাএইভেবেইদোলাচলেবাইকেরগতিকেমনঅনিচ্ছাকৃতভাবেশ্লথহয়েএল।অল্পবয়স্কসুন্দরীমেয়েটিরআকর্ষণেরমোহেবিভাসনিজেনয়যেন,তারঅতপুরোনোবাইকটিইনিজেইনিজেরগতিকেরুদ্ধকরলো। ততক্ষণে বিভাসনিজেরওপরনিয়ন্ত্রণহারা,সুন্দরীসুবেশীতনয়াএকঅদ্ভুতহাসিদিয়েবিভাসেরপেছনেবাইকেচড়েবসলো। সেইহাসিতে,চোখেরঝিলিকেবিভাসেরসর্বাঙ্গে৪৪০ভোল্টেরবৈদ্যুতিকতরঙ্গবইছেকিন্তুবিভাসনাচার–বিভাসতখনঅন্যকোনোএকইচ্ছাশক্তিরদাস। নিজস্বঅনুভূতিবলতেসেইতীব্রবৈদ্যুতিকতরঙ্গপ্রবাহেরঅনুভব।আজন্মকলোনীরসবচেনারাস্তাকেমনগুলিয়েযেতেলাগলো।সেই স্তব্ধ,কেমন অন্যরকম গা ছমছম পরিবেশে,শরীরে বিদ্যুৎ তরঙ্গ খেলে যাওয়ার অনুভূতিতে,বাইকেরগতি যেন বাইকটিরই স্ব মর্জিতেএসেথামলোকলোনীর M টাইপ–কোয়াটার্সেরসামনে।আচমকা তীব্র একঝাঁকুনিরপরবিভাসচেয়েদেখলেনপিছনেরআরোহিনীলীলায়তভঙ্গিতেকোয়াটার্সেরমধ্যেঢুকেযাচ্ছে।বিল্ডিংএওঠারঠিকমুখেইপেছনেমুখফিরিয়েবিভাসেরদিকেতাকিয়েসেইঅদ্ভুতহাসি,চোখেরতারায়অপার্থিব সেই ঝিলিক।নিয়ন্ত্রণহারাবিভাসতখনতারপেছনেঅনুসরণকরেএসেথামলোচারতলাবিল্ডিংএরতিনতলারএকটিফ্ল্যাটে।ফ্ল্যাটেরদরজায়আঘাতকরতেইদরজাখুলেএকমধ্যবয়সীমহিলাতন্দ্রাচ্ছন্নবিরক্তিমাখামুখেদরজাখুলেইস্বগতোক্তিকরলেন-“আজআবার!”বিভাসেরতখননিজেরওপরনিয়ন্ত্রণফিরেএসেছে। লজ্জিতমুখেক্ষমাচাইতেইভদ্রমহিলাতাড়াতাড়িবললেনক্ষমাচাওয়ারকিছুনেই—এরকমঘটনামাসেদু–তিনবারইঘটে।বিভাসঅবাকহয়েতাকাতেইদরজারউল্টোদিকেদেখেসেইমেয়েটিরফটোএবংতাতেমালাদেওয়া। বিভাসএবারআবারঅসুস্থবোধকরতেলাগলেন।ভদ্রমহিলাতখনঐ অতরাতেবিভাসকেভেতরেবসারজন্যঅনুরোধকরলেন।ততক্ষণেঘুমচোখেউঠেএসেছেনবাড়িরগৃহকর্তাও। বিভাসএতটাইঅসুস্থবোধকরছিলেনযেসেইমূহূর্তেতিনিঘরেঢুকেবসতেবাধ্যহলেন।ভদ্রমহিলাএবারবলতেশুরুকরলেনযেতাঁরএইএকটিমাত্রসন্তান। বিয়েঠিকহয়েছিল। ঘাটশিলায়মামারবাড়িথেকেআইবুড়োভাতেরনেমন্তন্নখেয়েরাতেরট্রেনেবাড়িফিরছিল। স্টেশনথেকেঅটোতেআসারপথেকোনোএকডাম্পারঅটোকেধাক্কামারে। অটোথেকেছিটকেপড়েআরচোখখোলেনিমালিনী। বিয়েতারহলোনা,কিন্তুপুরুষসঙ্গীরআকাঙ্খায়তারপরথেকেইমাসেদু–তিনবারইমাঝরাস্তায়একাকোনোপুরুষকেগাড়ীতেবাবাইকেদেখলেতাকেনিয়েবাড়িপর্যন্তআসে।সবশুনেবজ্রাহতবিভাস! অবাক্ হয়ে ভাবতে লাগলেন মেয়েটির অতৃপ্ত আত্মা তাঁকে সঙ্গী করে নেবে বলেই কি প্রকৃতিও সেই অনুসারে আয়োজন করে রেখেছিলেন! সেজন্যই কি রাতের আকাশ গিয়েছিল মেঘে ঢেকে! কলোনীর নন্দন কাননের সৌন্দর্য পরিণত হয়েছিল শ্মশান -স্তব্ধতায়! একি অদ্ভুত আঁতাত প্রকৃতি আর ঐ বিদেহী অতৃপ্ত আত্মার মধ্যে! বিভাসেরমুখেএইকাহিনীশুনেদিনে–দুপুরেদরদরকরেঘামতেলাগলেনমধুরিমাও কারণবিভাসেরসঙ্গেঐরাস্তাদিয়েইমধুরিমাফিরেছিলেনতাঁরবাড়িতেএবংমধুরিমাকে ওর বাড়িপৌঁছেদিয়েফিরতিপথেইবিভাসেরএইভয়ঙ্করঅভিজ্ঞতা!
*************************** মধুমিতা মিত্র: পেশা–স্বপ্ন দর্শন,স্বপ্ন গুলো ই বাঁচিয়ে রাখে,
নেশা–আনন্দ চয়ন,জীবন পথের সমস্ত জঞ্জাল,বোঝা,দুঃখ সব দূর করে ফেলে দিয়ে আনন্দ কুড়িয়ে বেড়ানো,
প্রেম-রবীন্দ্রনাথ,উদয়শঙ্কর,উত্তমকুমার। সাম্প্রতিকতম প্রেম শ্রীকৃষ্ণ..
2 Comments
বেশ অন্যরকম গল্পটি। ভাল লাগল। লেখিকার আরও লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
বেশ অন্যরকম গল্পটি। ভাল লাগল। লেখিকার আরও লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা ❤️❤️❤️ ঋতুপর্ণা…