Shadow

লোকাল ট্রেন – দীপন মিত্র

লোকাল ট্রেন    

দীপন মিত্র

 

লোকাল ট্রেনের কামরা শরীরের স্পর্শ-তাপে ভরা

লজেন্স,দিলখুশ,মোওয়া-নখ-কাটা-যন্ত্র বেচা

দেবতারা গান গাওয়া জন্মান্ধ ভিখিরি,সঙ্গে বউ

সিটে চেপে-চুপে বসা মফস্‌সলি মানুষেরা সকলেই 

নেমে যায় নীচু আকাশের খেতে মাঠে,অসীম স্টেশনে

কখনও উঠেছি ভুলে চটজলদি ভেন্ডরের কামরায়

মৎসবীজ ভরা হাঁড়ি,সবজি বিক্রি করা গাঁয়ের বউরা

অথবা কাপড়ে বাঁধা মিঠে-পচা-গন্ধী ছানা,মর্গগামী লাশ

গমগমে আওয়াজ তুলে সবজান্তা লোকাল ট্রেন চলে

মিষ্টি মিষ্টি নামওলা হাবড়া,হৃদয়পুর,গুমা,কিংবা বনগাঁ-স্টেশন

নদ-নদী-খাল-বিল,জঙ্গল-বেষ্টিত এক প্রাচীন বঙাল

নিগৃটো, ককেসিয়, আর্য-অনার্যের রক্তে বলীয়ান

বাঙালি লোকাল ট্রেন ছুটে যায় আহা সবুজ মায়ায়!

 

লোকাল ট্রেনের কামরা শরীরের স্পর্শ-তাপে ভরা

লজেন্স,দিলখুশ,মোওয়া-নখ-কাটা-যন্ত্র,পেন বেচা

দেবতারা;গান গাওয়া জন্মান্ধ ভিখিরি,সঙ্গে বউ

সিটে চেপে-চুপে বসা মফস্‌সলি যাত্রী সকলেই 

নীচু আকাশের খেতে নেমে যায়,অসীম স্টেশনে

কখনও উঠেছি ভুলে চটজলদি কামরায় ভেন্ডরের

মৎসবীজ ভরা হাঁড়ি,সবজি বেচা গাঁয়ের বউরা

অথবা কাপড়ে বাঁধা মিঠে-পচা-গন্ধী ছানা,লাশ

মর্গগামী-কে জানে সে কোন শূন্যতায় ভেসে যায়

গমগমে আওয়াজ তুলে সবজান্তা লোকাল ট্রেন চলে

মিষ্টি মিষ্টি নামওলা হাবড়া,হৃদয়পুর,গুমা 

অথবা যেখানে বাংলা কাঁটা-তার…..বনগাঁ-স্টেশন

নদ-নদী-খাল-বিল,বনে-ঘেরা প্রাচীন বঙাল!

নিগৃটো,ককেসিয়,আর্য-অনার্যের রক্তে বলীয়ান

বাঙালি লোকাল ট্রেন ছুটে যায় সবুজ মায়ায়
*****************************

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!