দুঃখ রইল এই জীবনে
বন্দনা মিত্র
বড় দু:খ রইল এই জীবনে
আমার পাগল হওয়া হইল না।
পাগল হইয়া দিক ভুলিয়া
আমার উজান বাওয়া হইল না।
ছাড়লে নীচে পায়ের মাটি
তুমুল ঝড়ে ভাঙলে ঘাঁটি
চুলোয় যেত চাটি বাটি
আমার বেভুল হওয়া হইল না।
অনেক দেখল শুকনো এ চোখ
অনেক জ্বালা অনেক অসুখ
জ্বলে পুড়ে খাক হইলাম , তবু
আমার শুদ্ধ হওয়া হইল না।
পাইতাম যদি রসিক সুজন
মাঝ দরিয়ায় ভাসাইতাম নাও
ঘূর্ণি স্রোতে নাও টলমল
আমার পুঁজি কিছুই রইল না।।
জোয়ার গেছে এখন ভাঁটা
জানলা কপাট শক্ত আঁটা
মেয়ে হিসাব নিকাশ করে দেখে
তার আর পাগল হওয়া হইল না।
বড় দু:খ রইল মনে
আমার পাগল হওয়া হইল না।
বন্দনা মিত্র
পেশায় প্রযুক্তিবিদ, ধাতুবিদ্যা নিয়ে পড়াশোনা।
একটি পাবলিক সেক্টর সংস্থায় কর্মরতা
ঘোরতর সংসারী।
শখের খাতিরে লিখতে শুরু করে এখন ওটা প্রাণের তাগিদ হয়ে গেছে। তাছাড়া বাদ বিচার না করে বই পড়া, বই কেনা, ঘুরে বেড়ানো, আড্ডা মারা ভালো লাগে। কুলায় ফেরার সম্পাদক মন্ডলীকে ধন্যবাদ আমাকে লেখার সুযোগ দেওয়ার জন্য।
সুন্দর সুন্দর ❤️❤️❤️
ভীষন ভালো লাগল!