
আজো হতে পারি
সহেলী মুখার্জি
আজো হতে পারি শিমুল পলাশ
ছন্দে মোড়া কাব্যে তোমার।
আগুন রঙা হৃদয় বাঁকে,
ফাগুন ভরা সুরের বাহার।
হতে পারি ঝরা পাতা ধূলিপথ–
গহন মনের মাঝখানে,
বাসন্তী ফুলে জড়িয়ে আঁচল
গভীর প্রণয় আলিঙ্গনে।
হতে পারি ভোর ,মিঠি কুহু তান
স্বপ্নে বিভোর বসন্ত মন,
নির্জনে মৃদু নদী কলতান–
স্তব্ধ আকাশ,ঘোর আলাপন।
আজো হতে পারি বাউল ফকির
গান বেঁধে ফিরি দ্বারে দ্বারে।
কৃষ্ণচূড়ার আবীর হয়ে,
মহুয়া নেশার অভিসারে।
***************************
সহেলী মুখার্জিঃ স্কুল শিক্ষিকা,নিবাস-ব্যান্ডেল/হুগলি,শখ-লেখা এবং গান করা