
নতুন সূর্যোদয়
অর্পিতা রায় আসোয়ার
সুদূর অজ্ঞাত বৃত্তে অনেকটা ঘূর্ণনের পর
স্থিত হয়েছি।
এ যেন পূর্বনির্ধারিত,
ঈশ্বরের এ এক আশীর্বাদ।
কতকাল যে গেয়েছিলাম গান
অজ্ঞাত সুরে।
এবার সুর অনেকটা চেনা– জানা।
স্থিত হয়ে গাই এবার
নিজের গান।
নির্বিঘ্নে, নিশ্চিন্তে করি
প্রাতঃভ্রমণ।
দেখি এক নতুন সূর্যের
উদয়।
***************************
এলেম নতুন দেশে
অর্পিতা রায় আসোয়ার
এখানে বাতাস বড়
নিঃসঙ্গ,
গায় না গান;
শুধু স্তব্ধতাকে জড়িয়ে
ফুঁপিয়ে কাঁদে।
এখানে নদী হারিয়েছে
তার নাব্যতা,
গতিপথ বদলে হয়েছে
দিশেহারা।
এখানে মাটি বহুকাল
অনুর্বর,
বন্ধাত্বকে আমন্ত্রণ জানিয়ে
নিজের কর্তব্য ভোলে।
এখানে খেয়ালী রাখাল
বাজায় না বাঁশি,
মাঝি আপন ভাটিয়ালী ভুলে
ভাসে ভিন্ন সুরে।
ভবঘুরে আমি –
পথভ্রষ্ট হয়ে
এলেম এই নতুন দেশে।
**************************
নাম : অর্পিতা রায় আসোয়ার
ঠিকানা : জলপাইগুড়ি