Shadow

মায়ার মেলা – কলমে : অঙ্কন দন্ড

pc. Jagonews 24

মায়ার মেলা  

কলমে : অঙ্কন দন্ড 

 

স্বল্পকালের এই জীবনে

হাজার মায়ার মেলা,

মায়ার টানে চোখের জলে

কাটলো জীবন বেলা। 

টাকার মায়া, রূপের মায়া 

মায়া রাশি রাশি। 

আমারবলে করলে দাবি

পায় যে ভীষণ হাসি। 

মায়ার সাগর স্বপ্নসম

ঘুমটা ভীষণ গাঢ়,

এই নেশাতে বুঁদ হয়ে তাই

ডুব দিতে চাই আরও। 

অঙ্গে, মনে সুখের জোগান 

দিতেই জীবন শেষ,

মায়ার ঘরে শান্তি কোথায়?

নিত্য নতুন ক্লেশ। 

মানুষ আসে, মানুষ যে যায়

মায়ায় মাখা স্মৃতি। 

আঁকড়ে ধরি বোকার মত

জেনেই হবে ইতি। 

হঠাৎ করেই ঘুমটা ভাঙে 

স্বপ্ন ভাঙে জোরে,

একলাআমি উঠছি জেগে

সত্যেরই এক ভোরে। 

ক্ষণকালের মায়ার মেলা

সাঙ্গ তখন হয়,

মায়ার সাগর সাঁতরে হলো

জীবন অপচয়।
************************
অঙ্কন দন্ড
অঙ্কন দণ্ডঃ জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা “ছোটদের পাতা” শীর্ষক-এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা “ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!