Shadow

সাগুন সুহাগি – শাশ্বতী হোসেন

সাগুন সুহাগি  

শাশ্বতী হোসেন

সাগুন ;

পরবটরব সিরায়ঁ গেল্য

ঘরকে ইবার চল

তর মনে যে কী চইলছে 

খুঁজতে লারি তল।

লদীর বানে কাঁথ ধ্বস্যেছে

বুঢ়ি মা এগলা রাঁধে বাড়ে

অ্যা সুহাগি, রাতবিরেতে

মন খাঁচহি খচরমচর করে।


সুহাগি
;

নাই যাব্য

নাই যাব্য নাই যাব্য

একটা কথা গঁগায় যাছে

ঢনঢনাছে কানের আগে

উখনে যায়িঁ মইরতে বাতাস খাব্য ?


সাগুন
;

হেঁ সুহাগি, হল্য কি তর ?

অমন রাগুস কেনে ?


সুহাগি
;

রাগছি কী আর সাধে ?

জীবন হয়িঁ গেল্য

আহাসংসারের কী ছিরি !

ভাত জুটে নাই দিনে।


সাগুন
  ;

কি বললুকি বললু তুই ?

ভাত জুটে নাই তর।?

বোকাসকা পায়িঁ গেছুস নকি?

বললু, হেঁ গো যাব্য বাপেরঘর

পেছপাড়িয়া শাড়ি দিলম কিনে।


সুহাগি
  ;

মুখে আগুন অমন ভাতের

ভাঙা আগুড়, ছেঁদা ঘরের চাল

বিহা হয়েই দেখে আসছি

ভাতারঘরের হাল।


আমার
বোনের বিহা হল্য

ব্যাদম কপাল বঠে

পায়ের তোড়া লাচাই চলে

খিড়কি পখুরঘাটে।


কাঁসি
থাল্যে ধপধপ্যা ভাত

মাংসের তরকারি

সড়পঘেঁষা আঙ্গনধারে

লইতন মটরগাড়ি। 


কানে
ঝুমকা ঝুলুর ঝুলুর

বেনারসী পড়হে

উয়ার ভাতার লিয়ে ঘুরায়ঁ

ইসকুটারে চড়হে।


সাগুন
;

চুপ হয়িঁ যা, চুপ

লকের দিকে করিস ভালাভালি

ইসব ভাল্য লয় রে

ইসব ভাল্য লয়।


সুহাগি
;

আর আমার কপাল দেখ

দিন পাঁইরায় আইঠাঁ থালা ধুতে

মাড়ভাত আর শুখারুটি

রাত আসে ছিঁড়া কেঁথ্যায় শুতে।

ভাল্যবাসাহুঁ !

ইসব হুচুক লয়?


সাগুন
  ;

হুচুক লয় রে, হুচুক লয়

বিদকাঁইছিস বুক

একবারট ভাব্যে দেখলু নাই

কেমন থাকি তকে ছাড়া ?

কে শুনবেক আমার কথা ?

অ্যা সুহাগি, কে শুনবেক দুখ ?


সুহাগি
  ;

ঘাট হয়েঁছে, পায়ে ধরি

মনগুমানে আর থাক্য নাই

আর রাখ্য নাই মনপুড়ানি মুখ।


সাগুন
  ;

আমি হইল্যম চাষার বেটা

গাগতরে খাটি

মিছা কথা বইলছি না বউ

তুই যে জীয়ন কাঠি।

 

লিজের ঢিপায় লিজে যাবি

উটই যে তর ঘর

 তর কপালে জুটায় লিছিস

হাড়হাভাতে বর।


আয়
সুহাগি ভাঙ্গা ঘরে

ইটই সুখের বাসা

তর পিরিতের সারসাগুনে

বাঁচ্যে সাগুন চাষা।
**********************

শাশ্বতী হোসেন পরিচিতি:
জন্ম-১৯৬৪। হবি-লেখা। বিভিন্ন বাণিজ্যিক, (দেশ তথ্যকেন্দ্র) ওয়েব ম্যাগ, প্রচুর পত্রপত্রিকায় লেখা প্রকাশিত। জঙ্গলমহলের আঞ্চলিক মানুষের জীবনচর্চা ওদের মুখের ভাষা নিয়ে কবিতার চর্চা।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!