Shadow

ক্ষমা করো আজিকের দিনে – বিনয় দেবনাথ

p.c. Quora

ক্ষমা করো আজিকের দিনে

বিনয় দেবনাথ

এলো নতুন প্রভাতে মৃদু হেসে সূর্যের আলো যেন আজিকের দিনে 

ভুলে যাবো সব পুরাতন দিন শত্রু  ভেবো না মোরে হে বন্ধুবর এই অয়নে 

 কারো মনে কষ্ট দিয়ে থাকি যদি রেখো না মনে কিছু,  ভুলে যেও  জনে 

ক্ষমা করো আজিকের দিনে।   


অতীতের দিনে যা করেছি সব যেন ভুলে যাই এই নতুন বর্ষের  সনে 

এসো সব বন্ধুগণ নতুন আলোর স্বপ্ন, আনন্দ উল্লাসে মেতে উঠি মনে

জীবন সংসার থাকিবে সবি যদি ভুলে যাই আবার মায়া মমতার ক্ষনে 

 ক্ষমা করো আজিকের দিনে। 


আসুখ ঝড়-তুফান আসুক যতই  অশুভ শক্তি,করিবো-না ভয় রুখে  দাঁড়াবো 

মানুষ আর্তনাদ করিবো-না  সহ্য  দ্রোহের শপথ নিয়ে সবাই পাশে থাকবো 

নতুন দিনের নতুন উদয়ে উড়ন্ত পাখির ন্যায় আনন্দে উপভোগ করিবো 

  ক্ষমা করো আজিকের দিনে। 


নতুন দিনে নতুন স্বপ্ন পূরণ করে সার্থক করিবো এ যেন মোদের আশা 

বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই মিলে আনন্দ কাটাবো নববর্ষের  ভালবাসা। 

হিংসা-বিদ্বেষ ভুলে যাবো, ভুলে যাবো অভিমান থাকিবে-না কোন  অমানিশা  

 ক্ষমা করো আজকের দিনে। 


শত্রুকে মিত্র ভেবে করিবো যে আলিঙ্গন সাথে বন্ধু-বান্ধব যেন থাকিবে 

আবার যখন ফিরে যাই সংসার জীবনে যদি কোন ভুল করি দেখিবে 

নববর্ষ শুভ হোক, শুভ হোক নতুন জীবন, এ নববর্ষের দিন স্মরণ 

রাখিবে। 

 ক্ষমা করো আজিকের দিনে।।
**************************

বিনয় দেবনাথ পরিচিতি:-
কবি বিনয় দেবনাথ ১৭,অক্টোবর ১৯৫৫ (পহেলা কার্তিক ১৩৬২ বঙ্গাব্দে)ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলায়-গোয়ারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম:স্বর্গীয় বিধু ভূষণ দেবনাথ এবং মাতার নাম স্বর্গীয় সুষমা দেবনাথ। তিনি আসকর আলী উচ্চ বিদ্যালয় কান্দিপাড়া থেকে মেট্রিক,গফরগাঁও কলেজ থেকে আই,এ পাশ করে-আলমগীর মনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজ,ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ব্যুরো বিভাগের পরিসংখ্যানবিদ হিসাবে সরকারি চাকরি করেন।
কবি বিনয় দেবনাথ ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী ছিলেন। তিনি সুযোগ পেলেই একাডেমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের গল্পের বই,উপন্যাস এবং কবিতার বই পড়তেন। চাকরি থেকে অবসরের পর পরই তিনি সাহিত্য জগতে সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েন। তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে সবচেয়ে বেশি পাঠক সমাজে তৃপ্তিদায়ক আলোড়ন সৃষ্টি হয়েছে-তাঁর লেখা “সেই কবে তোমায় দেখেছিলাম” রোমান্টিক কাব্যগ্রন্থটি। বর্তমানে আরও দুটো কাব্যগ্রন্থ এবং একটি উপন্যাস রচনা প্রকাশ চলমান আছে। বর্তমানে তিনি ময়মনসিংহ শহরে বসবাস করেন।

 

 

#বিনয় দেবনাথ।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!