Shadow

আমার দুর্গা – পারুল চক্রবর্তী

pc.e আরকি

আমার দুর্গা 

পারুল চক্রবর্তী

আমার দুর্গা ছোট্ট মেয়ে

কবেই হল বড়

দুগ্গি বলে ডাকত বাপে

ভয়েই জড়সড় |


এখন
দুর্গা অনেক বড়

ভয় করেনা কারেও

বিপদ এলে লড়তে জানে

রাখতে জানে মান

এখন ধরে দুর্গারূপী দশভূজার স্থান 


দুর্গা
  আমার বলছে ডেকে

আয় না ওরে

পিশাচ রূপী অসুরের দল 

তোদের দেখে করবো না ভয় একটুও যে

পেয়েছি আমি অটুট মনোবল |

আয় না ওরে নেশার ঘোরে

              ধর না আমার হাত

হাত ঘুরিয়ে মুচড়ে দেব 

                  করবো কুপকাত

বলতে আমার লাগছে ভালো

এমন দুর্গা থাকলে ঘরে

  সব ঘরেতেই  জ্বলবে আলো

                  জাগবে মনোবল 

আয় রে জয়া, আয়ের উমা

    কন্যা রূপী দুর্গা সমা

     দশভূজা দল 

 অস্ত্র হাতে জাগ রে তোরা

অসুররূপী মানুষ গুলোর

  কর রে  নিধন 

অকালে তে  রামের মতো

কর রে  তোরা মায়ের বোধন 

**************************

পারুল চক্রবর্তী: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্যে স্নাতকোত্তরকলকাতা নিবাসী,গৃহশিক্ষিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!