Shadow

বারবার আমাকে ডেকো না – গীর্বাণী চক্রবর্তী

ছবি জনার্দন মন্ডল
ছবি জনার্দন মন্ডল

বারবার আমাকে ডেকো না
গীর্বাণী চক্রবর্তী

খুব সাধ হলে তুমি যাও সখা,
শুধু বারবার আমাকে ডেকো না
আমি বেশ আছি এই নদী মাঠ
বাগিচায়শান্ত জীবন যাপনে ;
তুমি বড়ো বোকাসোকা থেকে গেলে
প্রিয় সখা —এইসব ছেড়ে ছুঁড়ে
কখনো চলে যেতে আছে কোথাও ;
দূষণ ছড়ানো জটিল ভুবনে !
এখানে সরস মাটি ভালোবাসা
দিতে জানে ;এখানে খোলা আকাশ
অকৃপণ আজওনানান রঙে
সকাল দুপুর সন্ধে ঘুরে ফিরে
আসেঅলস বেলায় দোতারার
মিঠে সুর, মধুর ভাওয়াইয়া
হৃদয়ে কত না জলছবি আঁকে
খুব সাধ হলে তুমি যাও সখা,
শুধু বারবার আমাকে ডেকো না

 

গীর্বণী চক্রবর্তী
গীর্বাণী চক্রবর্তী

জলপাইগুড়ি শহরে জন্ম বেড়ে ওঠা লেখিকা গীর্বাণী চক্রবর্তী পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকেপ্রায় তিন দশক ছুঁয়ে আছে তার সাহিত্য সৃজনইতিমধ্যে অসংখ্য পত্র পত্রিকায় গীর্বাণীর লেখা প্রকাশ পেয়েছেতার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চারতার লেখা গ্রন্থগুলি হল, এক ডজন গপ্পো, ভূত বাংলোর আতংক, শ্বেতা তোমার জন্য এবং অরণ্য জোনাকি

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!