
আসা যাওয়ার পথের মাঝে
বিশ্বজিৎ সেনগুপ্ত
অবসন্ন মনে, ক্লান্ত বিকেলে ,
দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফেরা পাখির দল।
নিঃশব্দে হিসেবের খাতা উল্টোয়,
পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে
স্বপ্নের পাহাড়ে আগাছার ভীড়,
বিশল্যকরণীর অস্তিত্ব বিলুপ্তপ্রায় ।
মনমাঝি বৈঠা বায় মাঝ দরিয়ায় ,
অদ্ভুত শান্ত নদীর স্রোত।
প্রতিবাদী ভাষাগুলো মোহনায় বীতশ্রদ্ধ,
সারাদিনের পরিশ্রমের ব্যর্থতায়।
রিক্ত হাতে আশ্বাসের বাণী ধ্বনিত,
সাথে হিমশীতল আস্ফালন ।
অন্ধ সমাজের বুকে বিচার ব্যবস্থা অর্থহীন ,
মূল্যবোধের জটিল অঙ্কে,
বিকল হিসাবযন্ত্র।
গুরুমশায়ের পাঠশালায় ,
ছাত্রের হাতে স্টেনগান ।
সোহাগী শাসন দলিত হয় ,
হুমকি আর আস্ফালনে।
বিধ্বংসী রাজনীতির খেলায়,
খিস্তির ইমারত ।
ভালো মন্দ ,ন্যায় অন্যায়,
সব আজ রাস্তায় ডাস্টবিনে শোভা পায়।
শাসক ,শোষকের ভূমিকায় ,
নাটক মঞ্চস্থ করে।
গণতন্ত্রের সমার্থক ব্যক্তিতন্ত্র,
লুঠের আসরে হরিলুঠ।
তবু সন্ধ্যা নামে ,রাত ঘনীভূত হয় ,
সময়ের আবর্তে,
ভোর আশা জাগায় সুপ্রভাতে ।
*********************************
বিশ্বজিৎ সেনগুপ্ত:…… জন্ম ,ঝাড়গ্রাম শহরে। বর্তমানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে আসীন । ছোটবেলা থেকেই এক সৃষ্টিশীল সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা। পেশাগত জীবনের শত ব্যস্ততার মাঝে সাহিত্যচর্চা ,তাঁর কাছে গ্রীষ্মের বিকালে মলয় বাতাস।