
হৃদয়ের পাড় ভাঙার শব্দ
অঞ্জন নন্দী
(এক)
তুমি
তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে
শ্রাবণের অঝোর ধারায় ভিজে
চলতে চলতে পথে
তাকিয়ে দেখি তুমি নেই।
শুধু উষ্ণতা রয়ে গেছে বুকে,
সুরের ধারার মতো হাসি
বৃষ্টির রিমঝিম শব্দের সাথে মিশে
দূর থেকে ভেসে আসে…
পাড় ভাঙার শব্দ শুনি, নদী না মনের!
( দুই )
হৃদয়ে লালন সাঁই
বৃষ্টিতে ভিজে অনেকটা পথ হেঁটে যাই একা,
আকাশের তারা মেঘে ঢাকা
দিকদর্শী ধ্রুবতারা নেই,
কালিগঙ্গা নদী তীরে শ্মশানের লাশ পোড়া
গন্ধ ভেসে আসে ,
তারপাশে লালনের ঘর
গড়াই সাঁতরে যাবো শিলাইদহ ?
আমার চলার পথ কোনদিকে !
কোনখানে থিতু হবো ,
বৃষ্টিতে ভিজি অবিরাম ।
…………………………………………..
লেখক: অঞ্জন নন্দী
পদার্থবিজ্ঞানের প্রফেসর ও লেখক।
বর্তমান ঠিকানা: ডালাস, আমেরিকা।