“কুলায় ফেরা” (Webzine) এর শুভ জন্মলগ্নের আনন্দময় যজ্ঞে, দূরের ও কাছের, নবীন, প্রবীণ সকলকে জানাই আন্তরিক নিমন্ত্রণ। সকলের মানস উপস্থিতির পুণ্য পরশে, পবিত্র আহুতিতে ধন্য হোক এই যজ্ঞ। আমাদের উদ্দেশ্য অন্ধকার থেকে আলোর সন্ধান।
এই পৃথিবী ক্রমশঃ বাসের অযোগ্য হয়ে উঠছে। হতাশা, অস্থিরতা, অবসাদের পাঁকে পাঁকে একটা দমবন্ধকর পরিস্থিতি। বিধ্বস্ত নিরাশ্রয় হওয়াটাই যেন এই সময়ের ভাগ্যলিপি। নিয়তিকে অতিক্রম করা অসাধ্য। তবু হাত গুটিয়ে বসে থাকলে তো দিন কাটেনা ! নিজের ইচ্ছাশক্তির জোরে পারিপার্শ্বিক অস্থির পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। জীবনে এগিয়ে যাবার জন্য লড়াই আমাদের চালাতেই হয়, সেই অন্ধকার থেকে উৎসারিত আলোর সন্ধান পাওয়ার জন্য। সংসারী মানুষের চলার পথ কণ্টকময়। আর্থিক অনটনে, রোগভোগে, মনোমালিন্যে, বিচ্ছেদে, বিয়োগ ব্যথায়, কর্ম জগতের অশান্তিতে প্রাণ ওষ্ঠাগত। জীবনের এই সঙ্কট সময়ে আমরা হারিয়ে ফেলি মনোবল, হারিয়ে ফেলি পথ, লড়াই করার শক্তি। তাই শান্ত চিত্তে ,দৃঢ় সংযমে কাজ করে যেতে হবে। একক ভাবে সম্ভব না হলে, সমবেত চেষ্টায় তা সাধন করতে হবে। এই দমবন্ধ পরিবেশে আমরা সম্মিলিত প্রচেষ্টায় সেই অন্ধকার থেকে আলোর সন্ধানে ব্রতী হতে চাইছি, সাহিত্য, শিল্প, ক্রীড়া, স্বাস্থ্য, বিনোদন এবং নতুন সৃষ্টির মাধ্যমে। আমরা এই আনন্দ যজ্ঞে আহুতি দিতে চাইছি আমাদের মনের সকল সৃষ্টিকর্মকে। এই পুণ্য, পবিত্র আহুতিতে উৎসারিত হবে বাঞ্ছিত আলো। পুণ্য আলোকে দূর হবে সকল অন্ধকার। আমাদের চলবার পথ হোক সুগম আনন্দময়।।আধুনিক বিশ্বে সৃজনশীলতা উদ্ভাসিত হয় বিভিন্ন রকম মাধ্যমের সহায়তায় । প্রযুক্তি এই ব্যাপারে এগিয়ে যেতে ভীষন ভাবে সাহায্য করেছে। সময় ও ধৈর্য্যের অভাবে মানুষ নিজেকে সরিয়ে এনেছে বই পড়ার দুনিয়া থেকে, এবং মনোনিবেশ করেছে ডিজিট্যাল দুনিয়ায়। অনেক সহজে ও স্বল্প সময়ে খুঁজে পাচ্ছে নানান তথ্য, বিকশিত করতে পারছে মনের সুক্ষ্ম ভাবনা গুলিকে। ডিজিটাল মিডিয়ার বহুমুখীনতাকে স্মরণে রেখে কুলায়ফেরা Webzine কে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই আমাদের এই প্রচেষ্টা।।
আশীর্বাণী
কুলায় ফেরা কে সাধুবাদ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আমাদের কুলায় ফেরা পরিবার-বিশদ জানতে,এখানে ক্লিক করুন