Shadow

ঠাম্মি-ইয়াম্মি

রান্নার টুকিটাকি

ঠাম্মি – ইয়াম্মি

ঠাম্মি – ইয়াম্মি

ঠাম্মি-ইয়াম্মি
ঠাম্মি - ইয়াম্মি শ্যামলী চ্যাটার্জী    গল্পটা আমার বাবার দিদিমার কাছ থেকে শোনা । দিদিমা প্রায়ই নাত বউদের গাল  দিতেন “ছি ছি মা ঠাকুমারা রান্নাটা এক্কেবারেই শেখায়নি লা, পোড়ারমুখী ভালো রেঁধে না খাওয়ালে কত্তা কি তোকে সোহাগ করবে, দূর হ দূর হ!  - তখন জমিদারি প্রায় শেষের দিকে, তবুও বাবার দাদুর ঠাট বাট কিছু কম ছিল না । জমিজিরেত দেখাশোনা করে, দুপুরবেলা সঙ্গে জাল নিয়ে রূপনারায়ন নদীতে স্নান করতে যেতেন, সঙ্গে থাকত চাকর-বাকরদের কেউ, মাছ ধরার জাল সে-ই নিয়ে যেত কাঁধে করে  দাঠাকুর নিজের হাতে নদীতে জাল ফেলতেন । মাছ সমেত সেই জাল টেনে তুলতো চাকর, দাঠাকুর সেই ফাঁকে দেখে নিতেন কি কি মাছ উঠলো জালে , তারপর স্নান সেরে ফিরে  আসতেন বাসায়। দুয়ারে কেউ না কেউ দাঁড়িয়ে থাকতো হাত পা ধোবার জল নিয়ে। ঠাকুর মশাই কাপড় বদলে পুজোর ঘরে যেতেন। প্রায় ঘন্টাখানেক ধরে পুজো চলতো। এতক্ষন বাড়ির উঠোনে মাটি ...
error: বিষয়বস্তু সুরক্ষিত !!