ফিরে চাওয়া ফিরে দেখা -মধুমিতা মিত্র
ফিরে চাওয়া ফিরে দেখা
মধুমিতা মিত্র
কুলায় ফেরা এই শব্দ বন্ধটি নিজের মনে নাড়াচাড়া করতে করতে বিচিত্র এক অনুভূতির উন্মেষ হল।
আমাদের চিন্তা প্রকাশের এক নতুন ঠিকানা কুলায় ফেরা। ভোরের আলো ফোটার সাথে পাখি তার নীড় ছেড়ে বেরোয় জীবনের সন্ধানে। জীবন মানে শারিরীক ক্ষুধা, মানসিক চাহিদা, তৃপ্তি সবকিছু জড়িয়ে আবার সবকিছু ছাপিয়েও।সারা দিনমানের পরিশ্রম অভিজ্ঞতায় জারিত হয় তার এক-একটি দিন।দিন শেষে আবার নীড়ে ফেরা বা কুলায় ফেরা পরের দিনের শক্তি বুদ্ধির উজ্জীবনে বা সঞ্জীবনেও। আমাদের কুলায় ফেরা প্রতিদিনের নয়-জীবন সায়াহ্নের কুলায় ফেরা। জীবন যখন শুরু হয়েছিল তখন ছিল নিজেকে ছড়িয়ে দেওয়া,বহুল মধ্যে নিজেকে ছড়িয়ে শুধু সঞ্চয়নের খেলা। সেই সঞ্চয়নে ছিল না লাভ ক্ষতির হিসেব।
কিন্তু তাৎক্ষণিক ক্ষতি দেখালেও আখেরে লাভের পাল্লা হয়েছে ভারী।ঠোক্কর খাওয়া অভিজ্ঞতা বলছে ভালো-মন্দের কথা।মন্দের হাত ধরে এসে...