রূপনগরের রূপকথা (প্রথম পর্ব ) – সিঞ্চন চট্টোপাধ্যায়
রূপনগরের রূপকথা
সিঞ্চন চট্টোপাধ্যায়
(আমাকে ব্রাত্য করেছো জেনেও আজ তোমারি নামাবলী গায়ে আবার আমার মাধুকরী)
বাসবদত্তার মনের পাতা থেকে
বাবা মশাই বসে আছেন মঞ্চে, তার নিজের কথায় “রঙ্গমঞ্চ”।সামনে শতাধিক ভিন্ন বয়সের পুরুষ ও মহিলা বসে আছে। একের পর এক প্রশ্ন শুনছেন, টিপ টিপে হাসছেন, স্বভাবজাত ভঙ্গিতে উত্তর দিচ্ছেন। কেউ অবান্তর প্রশ্ন করলে ডান হাত তুলে থামিয়ে দিচ্ছেন।মুহূর্ত চোখ বন্ধ করে ভেবে নিচ্ছেন। তারপর চোখ খুলে প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছেন। বেলা প্রায় বারোটা। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে রঙ্গমঞ্চ। এবেলায় আরো একঘন্টা চলবে। আজ বাবামশাইয়ের শরীরে বাসন্তী রং। খোলতাই ফর্সা রঙে বাসন্তী রং মানায় খুব ভালো। এই পোশাক বাসবদত্তা নিজে হাতে সেলাই করেছে, তাই এটা বাবামশাই পরলে ওর মনটা ভালো থাকে। শুরুতে ভালই ছিল, যত সময় এগোচ্ছে ওর মেজাজ খারাপ হচ্ছে। যদিও রূপনগরে খারাপ মেজাজ প্রকাশ কর...