দেহের ঘরে দেয় হাওয়া
জয়িতা সরকার
দেহের ঘরে জ্বলছে আলো,
হাওয়া দিলে নিভতে চায়।
দম চেপে ধর, দম চেপে ধর,
(ও যে)নিজের শ্বাসেই মরে যায়!
যায় না দেখা কেন সেই আলো?
অন্ধকারের পথে হাজার বিপদ,সব গেল সব গেল।
এই বুঝি বা জাগছে দেহ,
এই বুঝি মন সচেতন…
কখন ঘুমাই,কখন জাগি,
থাকি হায়রে অচেতন!
দিল সাগরে ঘোঁট পাকিয়ে কে বিষ কে অমৃত পেল?
অন্ধকারের পথে হাজার বিপদ,সব গেল সব গেল।
অমানিশিই দেখায় আলো,
নইলে দেহ বইবে মন ?
শুদ্ধ হয়ে খোঁজ না গিয়ে
রূপেতেই অরূপরতন।
দেহের মাঝেই তারটি বাঁধা। জয়িতা বলে,সুর তোলো।
অন্ধকারের পথে হাজার বিপদ,সব গেল সব গেল।।
————–++++-+++++++++————-
চোর ধরার গান
জয়িতা সরকার
নিজের ঘরেই সিঁদ কেটেছি,নিজেই আমি চোর,
থানায় খবর কি আর দেব! ততক্ষণে ভোর!
চোর ধরা গেলনা মোটে
ভাবের পথে বাধা জোটে
ছয় খুনী তির ছুঁড়ছে বটে,
যদিও খোলা দোর!
ভোর হলো,ঢুকলো না আলো,
দামী জিনিসপত্র গেল!
সারাটা ঘর এলোমেলো,
দুঃখ পেলাম জোর!
জয়িতা হায় বোকার হদ্দ।
আত্মজ্ঞান হলে আয়ত্ত
জাগলে চেতন জোর বাড়বেই,
ভীতি উড়বে তোর।
আমি নিজের ঘরেই সিঁদ কেটেছি,নিজেই হায় রে চোর!
**********************************************
জয়িতা সরকার (বৈদ্যবাটী,হুগলী জেলা)