
মা
পারুল চক্রবর্তী
জীর্ণ বস্ত্র, শীর্ণ দেহ
মলিন বদন
পথের ধুলোয় পড়ে আছে
এক বৃদ্ধা মা
কার বা মেয়ে, কার বা মা,
কিছুই জানি না।
হয়তো যখন শক্তি ছিল
কাজ করবার মতো,
করেওছে কাজ হয়তো
তার নিজের মনের মত।
আজ কে দ্যাখো
দেখা র মত কেউ নেই যে সাথে,
তাইতো দেখি অবহেলায়
ধূলায় পড়ে থাকে
এমন মা যে কত আছে
গ্রামে বা শহরে
ক– জনেই বা খোঁজ রাখি তার
বিশ্ব চরাচরে।
***************************
পারুল চক্রবর্তী: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। কলকাতা নিবাসী,গৃহশিক্ষিকা