by Kulayefera
স্বাধীনতা
ব্রতী ঘোষ
ক্লাস ফাইভের শ্রেয়াংশের আজ এই প্রথম স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসা। গত দু বছরে তো স্কুলে এ সব হয়নি ৷
“লেফ্ট রাইট লেফ্ট” প্যারেড করতে করতে ওর সারা শরীরের রক্ত যেন গরম হয়ে গেল ৷ আর তখনই ও ঠিক করে ফেললো বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবে ৷ কিন্তু ওর যে মাঝে মাঝেই চোখে জল এসে যায় – বিশেষ করে বাবা ওকে বকলে, মা কাঁদলে,লক্ষ্মী মাসির ছেলে বাপীকে পাড়ার চায়ের দোকানে বাসন মাজতে দেখলে – এই সব আর কি ! আবার যেমন আজকে ক্লাস নাইনের দাদারা যখন,
“ভায়ে মায়ে এত স্নেহ – কোথায় গেলে পাবে কেহ,
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন,এই দেশেতেই মরি” – গাইছিল তখনও ওর চোখে জল এসে গেছিল ৷ যখন ও বড় হয়ে যুদ্ধ করতে যাবে তখন শত্রুদের গুলি চালাতে গেলে যদি ওর চোখে জল এসে যায় – তাহলে কি হবে ? না ! না! ও বড় হয়ে গেলে ওর চোখে আর জল আসবেই না ৷ এই সব ভাবতে ভাবতে বাড়ি ফিরেই শ্রেয়াংশ লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসে,”মা! ও মা! দেখ তোমার জন্যে কি এনেছি ৷”
“কই দেখি দেখি !”
“স্কুলে এই জাতীয় পতাকাটা আর একটা খাবারের প্যাকেট দিয়েছিল ৷ খাবারের প্যাকেটটা বাপীকে দিয়ে দিয়েছি আর এই পতাকাটা তোমার ৷”
“ওমা ! এটা দিয়ে আমি কি করবো ?
এটা তুমি রাখো ৷”
“না মা ! এটা জানো কি ? আমাদের জাতীয় পতাকা ৷ আমাদের হেডস্যার বলেছেন মা – এই পতাকাটা যদি তোমার বুকে ছুঁইয়ে চোখ বন্ধ করো – দেখবে তুমি স্বাধীনতা অনুভব করতে পারবে আর স্বাধীনতা পেয়ে যাবে ৷ “
“স্বাধীনতা ? তা নিয়ে আমি কি করবো সোনা ?”
“কেন মা ! তুমি যে কাল রাত্তিরেও বিছানায় শুয়ে কাঁদছিলে আর বাবাকে বলছিলে,’আমার কি এটুকু স্বাধীনতাও থাকতে নেই ?’
“আমি বড় হয়ে এরকম আরো পতাকা আনবো ৷ বাপীকে দেব একটা,লক্ষ্মীপিসিকে দেব একটা আর একটা দারোয়ান কাকুর মেয়ে মিনুকে দেব ৷ এদের সবাই তাহলে স্বাধীনতা পেয়ে যাবে ৷ তাই না মা ?”
********************************************
ব্রতী ঘোষের পরিচিতি
জন্ম,পড়াশোনা সবই কলকাতায় ৷ তিরিশ বছর ধরে ভারতীয় জীবন বীমা নিগমে কর্মরতা। সঙ্গীত অনুরাগী মানুষটি এখন ভালোবাসেন লিখতে ৷ এই পত্রিকাতেই তার লেখার পথ চলার শুরু।
জন্ম,পড়াশোনা সবই কলকাতায় ৷ তিরিশ বছর ধরে ভারতীয় জীবন বীমা নিগমে কর্মরতা। সঙ্গীত অনুরাগী মানুষটি এখন ভালোবাসেন লিখতে ৷ এই পত্রিকাতেই তার লেখার পথ চলার শুরু।
Khub valo laglo……
ছোট্ট অথচ সুন্দর
Vison vison bhalo laglo.
অনেক ধন্যবাদ আপনাকে ৷ উৎসাহিত হলাম ৷
Vison bhalo laglo
বঞ্চনার চোরা গলি গুলিতে তোমার অবাধ সঞ্চরণ আমায় মুগ্ধ করে।এমনি করেই তোমার অভিযান চালিয়ে যাও বন্ধু❤️💖💜💛💙
তুমিও এমনি ভাবেই আমার সাথে থেকো 🌹🌹
ধন্যবাদ সুরজিৎদা !! 😊