Shadow

আনন্দে রূমক ঝুম বাজে – সিদ্ধার্থ চক্রবর্তী

শিল্পী পরিচিতিঃ
সিদ্ধার্থ চক্রবর্তীঃ আদি বাড়ি উত্তরবঙ্গের বালুরঘাট শহরে।পড়াশোনা সেখানেই। বর্তমানে কলকাতা সংলগ্ন হরিনাভির স্থায়ী বাসিন্দা। সঙ্গীত শিক্ষা নিয়েছেন শিক্ষাগুরু শ্রী বিকাশ সরকারের কাছে। পরবর্তীকালে শ্রী শান্তিরঞ্জন মুখোপাধ্যায়ের কাছে মার্গসঙ্গীত শিখেছেন। কিছু কাল তালিম নিয়েছেন শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। কলকাতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অসম্ভব চর্চিত সুকন্ঠের অধিকারী। দূরদর্শনের শিল্পী। প্রচুর স্টেজ প্রোগ্রাম করেছেন। যে স্তরের শিল্পী সেরকম কোনও অহংকার নেই। বয়স মাত্র উনপঞ্চাশ। প্রচার প্রিয় একদমই নন।
শুভেন্দু চক্রবর্তী ওরফে বাপ্পাঃ
বয়স উনপঞ্চাশ। কোদালিয়া হরিনাভির আদি বাসিন্দা শুভেন্দু বহুমুখী প্রতিভার অধিকারী। দুর্দান্ত তবলা বাজান। অসাধারণ সুকন্ঠের সঙ্গীত যেন আলাদা মাত্রা পায়। নিখুঁত ছবি আঁকেন এবং মাটির মূর্তি যেন জীবন্ত হয়ে ওঠে ওর আঙুলের ছোঁওয়ায়।
স্বর্ণেন্দু মন্ডলঃ
পারকাসান ওর প্রিয়। দারুণ রেওয়াজি তবলার হাত। দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবন এলাকার গোসাবা ওঁর আদি বাড়ি। পেশা শিক্ষকতা। সেই সূত্রেই হরিনাভি সংলগ্ন সুভাষ গ্রামে পাকাপাকি বাস। বছর পঁয়তাল্লিশের স্বর্ণেন্দু ইলেকট্রনিকসেও সমান দক্ষ।।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!