ক্যালেন্ডারের হেমন্ত
দেবলীনা সরকার
দুব্বোঘাসে হীরের কুচি
ঝরছে শিশির ভোর বেলা
হিমঋতু ওই শরৎ শেষে
তাই বিধাতার এই খেলা।
আজ ইস্তক এমন কথাই
শুনছে দিদার কোল ঘেঁষে
ছোট্ট তোজো ভাবছে শুধুই
হাতটি গালে, আঁক কষে!
শপিং মলের শো কেসে সে
হীরের কুচি দেখতে পায়
কি করে তা আসতে পারে
দুব্বো ঘাসের গায়, মাথায়?
ঠাম্মা দিদা বলতে থাকে
কতোই কথা তাল বেতাল
মেলে না তার অঙ্ক গুলো
যোগবিয়োগে নাজেহাল।
দাদাই এসে বল্লে হেসে
চল দাদুভাই মাইল আট?
হাঁটতে গিয়ে গার্ডেনেতে
পাবোই দেখতে হীরের ঠাট!
আটটি মাইল হাঁটবে!ভেবে-
ভ্যাঁ করে সে দেয় কেঁদে
ওরা যেন ফিকির করেই
ফেলছে তাকে জাল ফেঁদে
তবু দাদাই বলছে যখন
যেতেই হবে একটিবার,
দুব্বো ঘাসের মাথায় হীরে-
কচু পাতায় মোতির হার!
হাঁটতে থাকে দুইটি প্রদীপ
গার্ডেনেরই ধার ঘেঁসে
কোথায় হীরে? মোতিই কোথায়?
আছে কোথায়? কোন বেশে?
কে যে সঠিক, কে-ই বা বেঠিক
ভরতে থাকে চোখের কোল
আজকে শরৎ হেমন্তরা
ক্যালেন্ডারে খায় যে দোল।।
**********************************************
দেবলীনা সরকার পরিচিতি
সাহিত্য সংস্কৃতির পরিবেশে বড়ো হয়ে ওঠা । পড়াশোনা সঙ্গীতশাস্ত্র নিয়েই। বিবাহসূত্রে তিনদশক ধরে দক্ষিণভারতে থাকাকালীন বিভিন্ন সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেবার কাজে যুক্ত থেকেছেন আন্তরিকভাবে। মিলে গিয়ে মিলিয়ে দেবার ভাবনাতেই কুলায় ফেরার জন্মলগ্ন থেকে যুক্ত হওয়া ।
বাহ !! কতো কিছুই বলা হয়ে গেল ৷ খুব ভালো লাগলো ৷