সন্ত সুরদাস – মণি ফকির
সন্ত সুরদাস
মণি ফকির
পূর্বাঙ্গ 🙏
----------------
১৪৭৮ খ্রীষ্টাব্দে,দিল্লীর কাছে সিহি গ্রামে এক দরিদ্র সারস্বত ব্রাহ্মণের ঘরে সুরদাসের জন্ম হয়।
জন্মের পরেই গ্রামের দাই মা আবিষ্কার করেন শিশুটি অন্ধ। বছর তিনেক বয়স হতে না হতেই তাঁর আসল নাম ভুলে সবাই 'সুর' বলে ডাকতে লাগল। যার মানে জন্মান্ধ।
শৈশব থেকেই বঞ্চনার শিকার। তদুপরি ভাই,বন্ধুদের উপহাস ও অত্যাচার ছিল উপরি পাওনা। প্রথাগত ও পারিবারিক শিক্ষা লাভের অধিকার তিনি পাননি। মা বাবার মমতা থেকেও বঞ্চিত থাকলেন। অথচ তাঁর দৃষ্টিহীনতার ওপর তাঁর কোনো দায় ছিলনা। আর জন্মগত অন্ধ হওয়া কোনো অপরাধ নয়। তবু তাঁর কপালে নিঠুর শাস্তিই বরাদ্দ হল। আগামী দিনে যিনি কৃষ্ণ প্রেম অকাতরে দান করবেন,তার শৈশব ছিল বড়ই প্রেমহীন।
একদিন সজল নয়নে,বালক সুর বসেছিলেন বারান্দায়। ঠিক সেই সময় কানে এল ভজনের কথা ও সুর। একদল গায়ক সামনে দিয়ে যাচ্ছিল। তাদের গান শুনে তাঁর আর্ত মন শান্...