উন্মুক্ত – মেঘদূত (শক্তি শঙ্কর পাণ্ডা)
উন্মুক্ত
মেঘদূত (শক্তি শঙ্কর পাণ্ডা)
তোমার বিরহে
মথিয়া হৃদয়
আকুলি উঠিছে প্রাণ,
বিরহ ব্যথায়
ভরেছে নয়ন
মেনেছি প্রেমের দান।
মনের পাতায়
স্মৃতির দোলায়
তৃষিত হৃদয় কাঁদে,
হারানো অতীত
আবেগে শিঞ্জিত
স্বপ্নকে আগলে বাঁধে।
দুরূহ জীবন
করুণা কঠিন
তরল গরল ধারা,
নিভেছে প্রদীপ
তমসা ছেয়েছে
মুদ্রিত নয়ন তারা।
আশায় বেঁধেছি
ব্যাকুল হিয়ারে
শোনাবো নতুন গান,
প্রেমের বীণায়
সুরের ঝংকার
তুলেছে উতল তান।
কুলায় ফেরার
আকুতি রহিল
ত্যজিয়া সকল মান,
পুষ্পিত আনন
হৃদয় কানন
করিব তোমারে দান।
************************
শক্তি শঙ্কর পাণ্ডা : ( সাহিত্যে ছদ্মনাম "মেঘদূত") তমলুক, পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ নিবাসী। জন্ম ইং ১৯৫৩ সাল। জন্মস্থান নন্দী...









