” চিঠি ” – কঙ্কণা সেন
" চিঠি "
কঙ্কণা সেন
কৃষ্ণচূড়া পাঠায় চিঠি
গভীর অনুরাগে
থাকবে তুমি আমার পাশে
চিরজীবন তরে?
চিঠি খুলে রাধাচূড়া
মিষ্টিমধুর হাসে
এখনো কী বোঝ নি তুমি
আছি তো পাশে পাশে!
তাই তো দেখি যেতে যেতে
পথের ধারে সারি
লাল হলুদে মাখামাখি
গভীর মিতালি।
কৃষ্ণ কয় ফিসফিসিয়ে
রাধার রূপে পাগল
ওগো রাধা ঝরে যেও না
একই সাথে র'ব
রাধা হলো কৃষ্ণপ্রাণা
উন্মাদিনী রাই
তোমায় ছেড়ে কোথাও আমি
কি করে যে যাই!
থাকবো দোঁহে,অপার মোহে
ছাড়ব না বঁধু মোর
বিরহজ্বালা অনেক সয়েছি
রইবে বাহুডোর।।
****************************
"হৃদয়েই আছো তুমি"
কঙ্কণা সেন
এক ঝাঁক কুয়াশায়
মন ছোটে দুরাশায়
পথের বাঁকে আছো তুমি
চলি শুধু ভরসায়।।
রোজ ভাবি পেরবোই
এক রাশ হতাশা
ধরা বুঝি দেব না
তবু সে করে গ্রাস।।
তুমি শুধু ভরসা
ছাইচাপা আগুনে
বুকের ওঠানামা
এই বুঝি থামবে।।
কি-ই বা ক্ষতি হবে বলো
আমি যদি থেমে যাই
ন...