হঠাৎ যাদু – দেবারতি মাইতি
হঠাৎ যাদু
দেবারতি মাইতি
আকাশ জুড়ে পেঁজা তুলো
সোনার বরণ আলোর ছটা
কোন যাদুতে উধাও হল
ছাইল মেঘের ঘনঘটা?
দিনে রাতে শুনছি শুধু
ঝিরিঝিরি বৃষ্টি নুপুর
চলছে বুঝি বর্ষা -শরৎ
লুকোচুরি মিষ্টি মধুর?
ধুইয়ে দিয়ে অঝোর ধারে
ধরার বুকের সকল কালো,
আনবে বুঝি শিউলি, কাশের
উজল হাঁসির ধবল আলো?
হঠাৎ যাদুর কাঠির ছোঁয়ায়
লাগবে মনে খুশির ঘোর,
আসবে সোনার রাংতা মোড়া
ঝকমকে সেই শারদ ভোর।
***********************
দেবারতি মাইতি পরিচিতিঃ কলকাতা নিবাসী। উজ্জয়িনীর বিক্রম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর। স্নাতক স্তরে কথ্থক নৃত্য অন্যতম বিষয় ছিল। নৃত্য শিরোমণি গুরু বন্দনা সেনের ছাত্রী। কথথক নৃত্য শিল্পী ও নৃত্য শিক্ষিকা। শৈশবেই কথথক নৃত্য শিক্ষা ও সাহিত্য প্রীতির সূত্রপাত। নৃত্য, সংগীত, সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ নিয়েই জীবনের পথে এগিয়ে চলা।। ...