বিহানবেলায় ৪ – কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী
PC: Parimal Goswami
Courtesy Ananda Bazar Patrika
সংগীত সাধক নজরুলঃ সংগীতশিল্পী গড়ার কারিগর
সুতপা বন্দ্যোপাধ্যায়
বিশ শতকের তিরিশের দশকের শেষ দিক। 'নিউ থিয়েটার্স'-এর প্রযোজনায় এবং দেবকী কুমার বসু-র পরিচালনায় নির্মিত হতে চলেছে একটি দ্বিভাষিক ছবির বাংলা সংস্করণ। সংগীত পরিচালক রাইচাঁদ বড়াল হলেও মহড়াকক্ষে ছবির গান শেখাতে বসেছেন কাহিনীকার স্বয়ং। কেননা ছবির প্রায় সবগুলি গানের গীতিকার ও সুরকার যে তিনিই। তাঁর পরনে ধুতি-পাঞ্জাবি। মাথায় বাবরি চুল। আর তাঁর সামনে বসে একাগ্রচিত্তে যিনি গান শিখছেন,তিনি একাধারে ছবিটির গায়িকা ও নায়িকা। একটি গান শেখানোর আগে আস্তে আস্তে হারমোনিয়াম বাজাতে বাজাতে শিক্ষক মহাশয় বোঝাতে শুরু করলেন কীভাবে সেই গানে কথা ও সুরের মেলবন্ধন ঘটানো হয়েছে। বললেন,"মনে মনে ছবি এঁকে নাও নীল আকাশ দিগন্তে ছড়িয়ে আছে। তার কোনো সীমা নেই,দুদিকে ছড়ানো তো ছড়ানোই। পাহ...








