এক চিলতে রোদ্দুর – ব্রতী ঘোষ
এক চিলতে রোদ্দুর
ব্রতী ঘোষ
*****************************
" কিরে তুই আর একটা রুটি নিবি ?"
" কিরে ? "
"মোবাইল থেকে মুখটা তুলে একবার হ্যাঁ কি না সেটাও বলতে পারছিস না .?"
" না না আমি আর নেবো না ৷" - এ কথাটা বলেই আবার টিকলির চোখ মোবাইলে |
" তুমি ? " - কোন উত্তর নেই ৷
" কি হলো ? আর একটা রুটি দেবো ? "
" হু " - কোন রকমে মোবাইলের টাচ্ স্ক্রীনে চোখ আটকে বললেন অনিরুদ্ধ ৷
আর একটা রুটি অনিরুদ্ধর থালায় দিয়ে দেয় মনীষা ৷ চুপচাপ খেয়ে অনিরুদ্ধ উঠে শোবার ঘরে চলে যায় ৷ টিকলিও খাওয়া শেষ করে ওর নিজের ঘরে ঢুকে যায় ৷ ডাইনিং টেবিল পরিষ্কার করে খাবার-দাবার ফ্রিজে ঢুকিয়ে মনীষা যখন শোবার ঘরে ঢোকে তখন প্রায় রাত বারোটা ৷ অনিরুদ্ধ বসে আছে ল্যাপটপে চোখ রেখে ৷
"তুমি কি কাল বাজারে যাবে ?" মুখে আঙ্গুল দিয়ে ঈশারা করে মনীষাকে থামিয়ে দেয় অনিরুদ্ধ ৷ বুঝিয়ে দেয় অফিসের মিটিং চলছে ৷
চুপচাপ নিজের বিছানায় শু...