ধ্রুবসত্য – ডা. সুচন্দ্রা মিত্র চৌধুরী
ধ্রুবসত্য
ডা. সুচন্দ্রা মিত্র চৌধুরী
এই পরিবর্তনশীল দুনিয়ায় সবকিছুই পরিবর্তনশীল।
সবকিছুই পাল্টায় সময়ের হাত ধরে,নিয়ম করে,
তাইতো দিন থেকে কাল,কাল থেকে যুগ,যুগ সাক্ষী হয় ইতিহাসের ।।
এই পরিবর্তনশীল দুনিয়ায় মানুষ ও পাল্টায়
সময়ের সাথে পা মেলাতে মেলাতে,নিজের খোল-নলচে বদলে ফেলে কখন,
তা সে নিজেও জানে না বা জানতে চায় না।
সময়ের সাথে চলতে চলতে কেউ বা যায় এগিয়ে
কেউ রয়ে যায় পিছনে,আবার কেউ মুখ থুবড়ে পড়ে।
টেনে তোলার হাত তখন পাবে,যখন তাদের দলভুক্ত হবে।।
মূল্যবোধ ও পরিবর্তিত হয়,সময় থাকে তার সাক্ষী।।
আজ যা সত্যি কাল তা মিথ্যা আর কাল যা ছিল মিথ্যা আজ তা সত্যি। সত্যি-মিথ্যার চলে লুকোচুরি
এখন যা ভালো পরে তা খারাপ,আর এতদিন যা খারাপ ছিল আজ তা ভালো।
এ জগতে ধ্রুবসত্য কিছুই নেই,সবকিছু আপেক্ষিক।।
এই পরিবর্তনশীল দুনিয়ায় সবাই পাল্টায়,সবকিছুই পাল্টায়,পাল্টায় না শুধু বোকারা।
তাই বোকারা একা আর কিছুটা বিভ্...