জীবনের গান – সুবীর গুহ
জীবনের গান
সুবীর গুহ
তোমার মানবিকতা
সাঁকো হয়ে জুড়ে আছে
আমাদের পথ--
ছায়ার সত্ত্বা যেন লীন হয়ে
মিশে আছে আমাদের মনে,
দীর্ঘ পথ জুড়ে শুধু
সারিবদ্ধ রক্তগোলাপ--
ঠিকানা খুঁজেছে পায়ে পায়ে ;
যেদিকে তাকাই শুধু অসংখ্য
তারার মিছিল, ভিড় করে আছে।
শুভ্র ফুলের গন্ধ মলিনতা নিয়ে খোঁজে--
আমাদের জীবনের গান--
নিভৃত অন্তর জুড়ে
নিরন্তর আসা-যাওয়া,
বয়ে আনে অসংখ্য প্রাণের স্পন্দন।
---------------------------------------
দু-টুকরো মনের প্রলাপ
সুবীর গুহ
সরলতা আমাকে দ্বিধা-বিভক্ত করে--
টুকরো টুকরো মন নিয়ে ক্রমাগত ভাবতে শেখায়।
কাগজের নৌকা হয়ে একটুকরো মন--
অবিশ্রান্ত ভেসে যায় উত্তাল সমুদ্রের বুকে,
দিশাহারা উন্মত্ত মাতালের প্রলাপের মত।
আমার দ্বিতীয় সত্ত্বা ক্রমে ক্রমে চেতনা হারায়।
লুব্ধ-লালসার জতুগৃহে দগ্ধ হয় মন।
অরণ্যের সুদূর--গহনে নিয়ে গেলে,
সর্পিল গতিতে আমি স্তব্ধ হই
...









