কাব্যময়ী – প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়
কাব্যময়ী
প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়
দিগন্ত উন্মুক্ত, উন্মোচিত, যেন স্থিত বনস্পতিরাজি।
সাগর তরঙ্গসম চিন্তন হিল্লোল প্রশান্ত হইল আজি।
সাজিল কুসুমে মন, চিত্রার্পিত, আকিঞ্চিত, নির্বাক,
অর্দ্ধ-হতচেতন হেন, মূর্ত হইল এবে বিমূর্তের ডাক।
যদিবা আসিল, সুপ্ত চেতনাসমষ্টি হইল জাগ্রত,
যথা প্রত্যাখ্যাত, ক্ষতবিক্ষত, প্রেমিকের ব্রত।
অবক্ষেপ প্রকটিত চেতনার সুস্পষ্ট ইঙ্গিতে ।
হউক সঞ্চয়, যথা ললিত নৃত্য, কাব্য তথা সঙ্গীতে
স্পন্দিত, ছন্দিত, বন্দিত আপনার হৃত জাগতিক।
যেন কলকাকলিকূজিত বিহগ সঙ্গীত তাহারই প্রতীক।
তব অজর প্রণয় হৃদয়বিদারী আজি সঞ্চারিগামিনী।
ক্ষণে ক্ষণে প্রলম্বিত তব আবিলতা হে রাজেন্দ্রনন্দিনী।
আজি অন্তরা উপেক্ষিত, দলিত, মথিত, হে বীক্ষিত নারী।
সুদীর্ঘ তিতিক্ষার অবসানে সিঞ্চিল মহা শান্তিবারি
এ হৃদি কন্দরে। আজি সজ্জিত কুসুমিত তাই।
অনন্তের প্রতীক্ষা যবে সমাপিবে, মিলিব তথায়
অন্তি...