পপামাসীর গোয়েন্দাগিরিঃ- দ্বিতীয় অভিযান – প্র ত্যু ষ সে ন গু প্ত
পপামাসীর গোয়েন্দাগিরিঃ- দ্বিতীয় অভিযান
যখন পিঁপড়ে পথ দেখায়
প্র ত্যু ষ সে ন গু প্ত
।। এক।।
দোর্জে শব্দের অর্থ জানিস?
সকাল বেলায় পপামাসী ল্যাপটপে চোখ রেখে আমাকে প্রশ্নটা ছুঁড়ে দিল।আমি আড়চোখে দেখলাম ওর মেক মাই ট্রিপের ফ্লাইট পেজ খোলা! পপা মাসী কোনও জায়গায় ঘুরতে যাবার আগে সেখানকার ইতিহাস ভূগোল সব নিয়ে পড়াশোনা করে নেয়! এবার বুঝলাম মাসী কোথাও যাওয়ার প্ল্যান করছে। ছুটি জমে আছে,না নিলে নষ্ট হয়ে যাবে বলে বলছিলো। এদিকে আমারও পরীক্ষা শেষ।
“তুমি কোথায় যাবার প্ল্যান করছ মাসী? আমাকে নেবে তো”?
মাসী বললো,“ আমার প্রশ্নের উত্তর কই”?
"দর্জি মানে তো টেলর মাস্টার। জামা কাপড় তৈরি করেন”।
-দর্জি নয়,দোর্জে। অর্থ বলতে পারলে তোকে সঙ্গে নেব! আমি বললাম,আমি জানি তুমি আমাকে নেবেই। নেটে তুমি ফ্লাইটের টিকিট কাটছিলে তাতে আমার নামও দেখেছি! বলে দাওনা উত্তর টা?
-পাকামো হচ্ছে? শোন,এটি একটি তিব্বতি শব্দ। বজ্রদন্ডকে ...