প্রেমপাহাড় – অর্কজ্যোতি মজুমদার
প্রেমপাহাড়
অর্কজ্যোতি মজুমদার
গাছের পাতায় লিখব উপন্যাস মনের ক্ষত
কলম তো চিকন সরু মুখ
বৃষ্টি তবে কালির আঁধার
অমোঘ নীরবতায়
ভিজছে টাপুর টুপুর।
উপন্যাসের পুরুষ চরিত্র
মাথা তুলে দাঁড়িয়ে থাকা
মেঘের গায়ে পাহাড় চূড়া
যেমন পুরুষ ঘরেতে
ধৈর্য পাহাড় আনমনা।
গল্পের নারী চরিত্র
ঝর্ণা ঝোরা
শীতল জল নরম কথা,
ঘরে যেমন মুখ বুজে
আহ্লাদী নারী
আলতো মুখে
সব কিছু মেনে নেওয়া।
পাহাড় চিরেই ঝর্ণা বেরোয়
সামনে এগোয় সব সহ্য'তায়
ঘাত প্রতিঘাত পাথর বুকে
ঝর্ণা তবু তবুও সে
শব্দ করে গল্প বলে
তার প্রেমের আলাপ
পাহাড় কি আদৌ বুঝতে জানে?
ঝর্ণা আছে কর্তব্যে বহুদুর
অর্কিড পাইন দেবদারু
বড় হয় সবুজ সাথী
সম্বল সেই ঝর্ণার জল
গভীর হয় গল্প তখন
আচম্বিতে প্রেমের দাবি।
সব গাছ হাতের উপর হাত
কোলাকুলি রাত নহবৎ
পাহাড় অবিচল গাম্ভীর্যে
পারবে কি বলে উঠতে
সুন্দরের আরশি ঝর্ণা তুমি
কেমন আছো আজকের ...