বিষ – কাজরী বসু
বিষ
কাজরী বসু
(এখনকার কথা)
(১)
"ফ্লাইটে এবার বোর্ডিং হবে তো! ওঠো, ওঠো..চলো..."
বিমানবন্দরের নরম সোফায় বসে বসে কখন যেন চোখটা লেগে এসেছিল রত্নার। পাবলো ডাকতেই ধড়মড় করে উঠলেন। আসলে বিগত অনেকগুলো দিন নির্ঘুম কেটেছে তাঁর। নানাবিধ হুমকির চোটে ঘুম আর শান্তির বারোটা বেজে বসেছিল। এখন তাই চোখে রাজ্যের ঘুম...
কাঁধে ব্যাগ তুলে নিয়ে এগিয়ে চললেন রত্না পাবলোর পিছু পিছু। পৃথিবী কতভাবে মানুষকে শিক্ষা দেয়...
ভাবতে ভাবতে...
পূর্বকথা
(১)
__তুমি কি জেগে? জানিও আমার যাওয়ার ব্যবস্থা কতদূর। আর কতদিন চলবে এই শবরীর প্রতীক্ষা?
ঘুম ভেঙে উঠে পাবলো দেখল টফি টেক্সট করে রেখেছে অনেক আগে। প্রতিদিন এমন টেক্সট করে টফি। আর কতদিন পাবলো,আর কতদিন! কতদিন এভাবে একা থাকতে হবে,আর কত মাস...
এত অবুঝ মেয়েটা। ছেলেমানুষ একেবারে।
ব্রাশ করে কিছু খেয়ে কল করবে ৷ এতক্ষণে ওর অফিসের কাজ শেষ হয়েছে হয়তো।
টফিকে যখন বলবে ওর আসার...







