জয়রামবাটি মাতৃমন্দির – বিজিত কুমার রায়
জয়রামবাটি মাতৃমন্দির
বিজিত কুমার রায়
সারদামনি মাতার পূত জন্মস্থান জয়রামবাটি ভ্রমণের ইতিবৃত্য।
যে গ্রামে জন্মিলা মাতাদেবী ঠাকুরানী।
পুণ্যময়ী লীলা-তীর্থ ধামে তারে গণি।।
শ্রীপ্রভুর পদরেণু বিকীর্ণ যেখানে।
বিধাতার সুদুর্লভ তপস্যা সাধনে।।
(শ্রীশ্রীরামকৃষ্ণপুঁথি, অক্ষয়কুমার সেন)
নবদ্বীপধামে দেবী বিষ্ণুপ্রিয়া জয়রামবাটি এলে সারদা সাজিয়া,
জীর্ণ চীর বাসে নিজেরে ঢাকিয়া রাজলক্ষ্মী হ’লে যোগিনী।।
(মণীন্দ্রকুমার সরকার)
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতী জয়রামবাটি গ্রাম শ্রীশ্রীমা সারদা দেবীর পুণ্য জন্মস্থান। মা বলতেন–‘ওদের এখানে তিনরাত্রি বাস কত্তে বলো। এখানে তিনরাত্রি বাস কল্লে দেহ শুদ্ধ হয়ে যাবে,এটা শিবের পুরী কিনা।’ সত্যিসত্যিই মায়ের মন্দির নির্মাণের সময় ভিত খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল একটি ছোটো কালো শিবলিঙ্গ। মাতৃমন্দিরের সিংহাসনে আজও সেটি পূজিত হয়।
জয়রামবাট...